………………………………..
যোনি এবং দন্ড ইতর প্রানীদেরও আছে ! এটা উদার প্রকৃতির একটা উপহার – হুজুরদের ভাষায় নেয়ামত। কিন্তু ইতর প্রানীকুল একেবারে সঠিক সময়ে সৃষ্টির নেশায় আবেগ তাড়িত হয়ে মিলিত হয়ে করে এর সদ্ব্যবহার। তাদের কাছে হয় এর নৈ্তিক ও নিয়মতান্ত্রিক আচার । আর আশরাফুল মাখলুকাত নামের ভদ্র প্রানীরা বেশীর ভাগ ক্ষেত্রেই করে এর অনৈতিক স্বেচ্ছাচার ! গড়ে তোলে দুনিয়া জুড়ে যোনি আর দন্ডের বিশাল বানিজ্যিক ফ্যক্টরী –যেখানে উৎপাদিত হয় পর্নোগ্রাফীর পসরা ! মাদক নেশার কালো দুনিয়া! অনৈতিক সব ভয়ংকর ব্যবসা! কালো টাকার পাহাড় গড়ার মেশিন! তৈরী হয় কালো সুর্যের বন্যায় কালো জোছনার মহাদেশ আর তৈরী হয় ভদ্রতার মুখোশ পরা অসভ্য নোংরা সমাজ যা হয়ে উঠে তাবৎ সমাজ- সভ্যতা -দেশ- মহাদেশ ছাড়িয়ে শুভ্র সুন্দর ও মানবিক বসুমতি ধ্বংশের বিধ্বংশী মারনাস্ত্র !
কিন্তু প্রতিবারই অপারেশনে ধরা পড়ে ; বন্দী হয় যোনি আর দন্ড ফ্যাক্টরীর নিপুন সব কারিকর ! ফ্যাক্টরীর মালিক ও পৃষ্টপোষক সমাজ প্রতিবারই থাকে ধরা ছোঁয়ার বাইরে !বরঞ্চ তারা ভদ্রতার অত্যাধুনিক যানে চড়ে ঘুরে বেড়ায় সড়কে জনারন্যে ! সুবোধ বক্তিৃতার ঝড় তোলে মঞ্চে আর মিডিয়ার ঘর কাঁপায় ! পায় বাহবা –সালাম ! সুতরাং বন্ধ কি হবে কখনও চিরতরে -যোনি আর দন্ডের কারখানা আর সম্পদের জুয়াখেলা ! বরঞ্চ তথাকথিত ডিজিটাল সংস্কৃতি ও সভ্যতার দ্রুতযানে চড়ে এসব অনৈতিক কারখানা গুলো এখন নাকি দৌড়াচ্ছে সময়েরও আগে আগে ……!!
সুতরাং জাগো বাহে …………… কোনঠে জনতা সবাই ! ডাকছে নুরুলদীন দরাজ গলায় !
# যোনি আর দন্ড – এ শব্দ দুটি শাহরিয়ার ফারজানার লেখা থেকে ধার করা ! ধন্যবাদ ফারজানা ।
12 aug 2021
https://bimboophoto.com
© Abdul Malek Babul FBPS Hon FBPS