বাংলার রুপ আমি দেখিয়াছি
I have seen the beauty of Bangladesh
বাংলার রুপ আমি দেখিয়াছি
তাই অপরুপ বসুমতি আমার কাছে নিস্প্রান
আমি দেখিয়াছি সেদিন শরৎ নীলিমা শুভ্র মেঘের ভেলায় চড়ে
নেমে এসেছে কাশবনের সরোবরে
সাজিয়েছে প্রনয় পশরা নির্জন স্বচ্ছ জলের প্রতিফলনে
আমি হরষে খেয়েছি দোল সৃষ্টি সুখের দোলনায় চড়ে
হে রুপসী বাংলা আমার, চির জনমের সাথী
তোমার রুপের জীয়ন কাঠির পরশ কভু কি ভুলিতে পারি !
তাইতো বলি তোমরা যেখানে খুশি চলে যাও
আমি মাটি কামড়ে পড়ে থাকবো এই বাংলাদেশে
যেখানে ঘুমিয়ে আছে মাটির নিচে
অগুনতি বীর বাঙ্গালী লক্ষ মুক্তিসেনা
সে মাটি অঙ্গে মেখে আজন্ম ঘুরে বেড়াবো আলোর কবি
দিন শেষে মাথা রাখবো মায়ের আঁচল বিছানো শীতল শীতল পাটির বুকে
আকাশ বাতাস নীলীমা এসে সাজাবে নিস্বর্গ চারিপাশে
সৃষ্টি হবে উষ্ণ আলিঙ্গনে অমর অঝোর কবিতা
শিল্প শৈলীর নিপুন বুননে নির্মিত হবে অজস্র ছবি !
on the bank of erosive river padma of munshigonj
on the day long photo walks 29 sept 21
*সুপ্রভাত বসুমতি
*সুপ্রভাত বাংলাদেশ
*Good morning planet
*Good morning Bangladesh
https://bimboophoto.com
© আবদুল মালেক বাবুল এফবিপিএস ,এফবিপিএস (সন্মান)
© Abdul Malek Babul FBPS , Hon FBPS
https://bimboophoto.com/ : 01715298747