দাম দিয়ে কিনেছি বাংলা – কারো দানের দয়ায় নয় !
We have achieved Bangladesh by the highest cost-
never any kindness of anybody !
স্বাধীনতার সুবর্ন জয়ন্তী বিজয় শুভেচ্ছা ২০২১
Greetings of golden jubilee victory day 2021
…………………………………………………………………………………………………
স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব শতবর্ষ অরুনোদয়ের অগ্নি স্বাক্ষীর পটে মহান বিজয় দিবস ২০২১ এর চিত্র মালায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, কাল থেকে মহাকালের গুরুত্ত্ব পুর্ন ইতিহাসের এক চিরন্তন গ্রন্থাগার , বীর বাঙ্গালীর সংগ্রাম- মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সুদীর্ঘ পথে আত্মত্যাগের অমর গাঁথার ঐতিহাসিক স্মৃতি চিহ্ন যার বুকের কাদা মাটিতে চির ভাস্কর্য হয়ে দঁড়িয়ে আছে আছে এবং চিরন্তন শিখা হয়ে জলছে ত্রিশ লক্ষ শাহীদের পবিত্র আত্মা আর তিন লক্ষ মুক্তিযোদ্ধা মা- বোনের হারানো সভ্রম !
এই সোহরাওয়ার্দী উদ্যানের উদার জমিনে আকাশের উচ্চতায় তর্জনী উঁচিয়ে সাড়ে সাত কোটি বাঙ্গালীর মাঝখানে দাঁড়িয়ে মহান স্বাধীনতার মহকবি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী , স্বাধীনতার স্থপতি , জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন চুড়ান্ত স্বাধীনতা
যুদ্ধের প্রারম্ভিক ঘোষনা “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম – এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম – জয় বাংলা “
যা ২৬ মার্চ ১৯৭১ চুড়ান্ত ও আনুষ্ঠানিক ভাবে নিঃসৃত হয়েছিল বঙ্গবন্ধুর কন্ঠ ও লিখিত ঘোষনার মধ্য দিয়ে – তাঁর স্বাধীনতা নামক মহান বাঁশীর মোহনীয় সুরে বীর বাঙ্গালী জাতী বিশ্বের সবছেয়ে নিকৃষ্টতম গন হত্যা ও ধংশস্তুপের পোড়া মাটি ছুঁয়ে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানী হানাদার ও দখলদার সামরিক জান্তার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে সংসপ্তকের শপথে – সুদীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে মুক্তি বাহিনী পরাজিত করে পাকিস্তানী হায়েনা বাহিনী ও তাদের এদেশীয় দোসর , মীরজাফর রাজাকার – আল বদর – আল শামস বাহিনীকে এবং ১৬ ই মার্চ ১৯৭১ সালে এই ঐতিহাসিক চারন ভুমিতেই পাকিস্তানী সামরিক জান্তা আত্ম সমর্পন করে মুক্তি বাহিনী ও সহায়তাকারি ভারতীয় সেনাবাহিনীর যৌথ কমান্ডের সমীপে । সে থেকেই ১৬ ই ডিসেম্বর আমাদের বাংগালী জাতীর মহান বিজয় দিবস যা প্রতি বছর এই তারিখে পালিত হয় নতুন উদ্দীপনায় ।
এবারের বিজয় দিবস এসেছে মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব বর্ষের সোনার মুকুট পরে তাই বাঙ্গালী হৃদয় হরষে দুলছে নতুন উচ্চাস ও উদ্দীপনায় , শপথ নিচ্ছে স্বাধীনতা বিরোধী সকল অপশক্তি , দুর্নীতিবাজ এবং মুখোশধারী সাধু শয়তানদের বংশ সমুলে বিনাশ করে নতুন এক উন্নয়ন ও প্রগতিশীল বাংলাদেশ বিনির্মান করার – যা হবে বংগবন্ধু র আজীবন স্বপ্ন লালিত সোনার বাংলা – আমাদের প্রিয় বাংলাদেশ ।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু , জয় দেশপ্রেমিক বাঙ্গালী জনতা ।
16 december 1971
স্বাধীনতার সুদীর্ঘ রক্তাক্ত পথে
সুবর্ন জয়ন্তী বিজয় শুভেচ্ছা ২০২১ …
golden jubilee greetings of victory day 2021
on the bloody long way of freedom..
at historical shohrawardi uddan , dhaka bangladesh
আমরা সূর্যের বুক ছিঁড়ে ছুটে চলি দুরন্ত অশেষ
আমরা অমর অজেয় বাঙ্গালী – আমরাই বাংলাদেশ ।।
we are from solar cherish
always winner forever
we are bangladesh
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু , জয় বীর বাংগালী,
বাংলাদেশ চিরজীবি হউক ..
*সুপ্রভাত বসুমতি
*সুপ্রভাত বাংলাদেশ
*Good morning planet
*Good morning Bangladesh
© আবদুল মালেক বাবুল এফবিপিএস ,এফবিপিএস (সন্মান)
© Abdul Malek Babul FBPS , Hon FBPS
https://bimboophoto.com/ : 01715298747
* Professional and Fine art photo artist *Teacher *Organizer
*Dream weaver * Creator & documentary expert
*National and Internationally renowned leading photo artist
*প্রাক্তন অধ্যক্ষ , বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট (বিপিআই)
Former Principal of Bangladesh Photographic Institute BPI
*প্রাক্তন সহসভাপতি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)
Former vice president of Bangladesh Photographic Society BPS
*ফেলো এবং আজীবন সদস্য বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস
Fellow and Life member of Bangladesh Photographic Society BPS
*প্রাক্তন প্রতিরক্ষা কর্মকর্তা (বেসামরিক) মেডিকেল ফটোগ্রাফি বিভাগ
আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস ঢাকা সেনানিবাস ,
Former defence officer (civil) Armed Forces Medical Services Dhaka cantonment