স্মৃতি হচ্ছে অথৈ সাগরে ডুবে গিয়ে মানিক্য পাওয়া –
in combination of delight and sorrow
স্মৃতি হচ্ছে অথৈ সাগরে ডুবে গিয়ে মানিক্য পাওয়া
কখনও কাঁদায় কখনও হাসায় কখনও রোমাঞ্চে ভাসায়
অবশেষে উদার স্বরগের বুকে হরষে হারিয়ে যাওয়া ।।
……………………………………………………………।।
তারাই এদেশের সবুজ ধানের শীষে
চিরদিন আছে মিশে , বংবন্ধুর বাংলাদেশে
একটি ফুলকে বাঁচাবে বলে মরন পণে শপথ করে
যে বাঙ্গালী ঝঁাপিয়ে পড়েছে মুক্তি যুদ্ধে একাত্তরে
তীর হারা ঢেউয়ের এক রক্ত সাগর দিয়েছে পাড়ি
হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য, শহীদ ৩০ লক্ষ রক্ত গোলাপ
আর অঙ্কুরেই ঝরে পড়েছে বিকশমান অজস্র কলি সম্ভ্রম
নবজাতকের প্রথম চিৎকারে উড়ে যেথায় লাল সবুজ নীলিমা জুড়ে
বাংলা মায়ের আঁচলে, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা
তোরা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা
খুন করো যতবার জন্মাবো আবার – তবু এ মাটি ছেড়ে
দুরন্ত দুর্বার শিশু আমরা যাবোনা, কোথাও যাবনা
আমরা সূর্যের বুক ছিঁড়ে ছুটে চলি দুরন্ত অশেষ
আমরা অমর অজেয় বাঙ্গালী – আমরাই বাংলাদেশ ।।
we are from solar cherish
always winner forever
we are bangladesh
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু , জয় বীর বাংগালী,
বাংলাদেশ চিরজীবি হউক ..
© আবদুল মালেক বাবুল এফবিপিএস ,এফবিপিএস (সন্মান)
© Abdul Malek Babul FBPS , Hon FBPS
https://bimboophoto.com/ : 01715298747