* আমায় ভিজতে দাও বৃষ্টি সমীরনে
Let me to wet in the breeze of cats and dogs
……………………………………………….
কাক ভেজা ভোরে ভিজেছি আমি মুষল ধারায়
অজস্র বিহংঙ্গের কলতানে আজিকার প্রাতভ্রমনে
হৃদয় মন্দিরে ছিল গীতান্জলি
‘ আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও দোলাও- আমার হৃদয় ‘
এবং প্রিয় নজরুল ‘ সৃজনো ছন্দে আনন্দে নাচাও নটরাজো – সৃষ্টি সুখের উল্লাসে’
দু পা আমার চলছে শুধু চলছে বৃষ্টির তালে তালে
ধুসর সবুজ বনানী আর গুরু দেয়া গর্জনে
স্বপ্নরা সব ছুটছে আকাশ ছাড়িয় কল্পলোকে
গহীনে চলছে সুনামী অজস্র শব্দাবলীর তান্ডবে
মালা গেথে চলেছি আলোকচিত্রের সুতায় কবিতার ছন্দ
ঝরিছে ঝরো ঝরো বৃষ্টি; বহিছে সমীরন পত্র পল্লবে মৃদুমন্দ
জড়ো সড়ো ভেজা বক উড়ে গেলো নিমেষেই শুভ্র ডানা মেলে
পানকৌড়ি দিয়েছৈ ডুব সাঁতার মৎস সরোবরে
বৃষ্টি প্রণয়ে মাতোয়ারা দুটি ঘুঘু বৃক্ষ শাখে
উড়িছে ছাতক ছাতকী শুক তারা ঢাকা আকাশে
এখনও বৃষ্টি অনবরত আঁধার ঘুমায়নি দিবালোকে
ঘুমাও তোমরা ঘুমাও পুথিবী বৃষ্টি ভেজা সুখে
আমাকে রাখিওনা বেঁধে কভু পিছুটানে যেতে দাও সম্মুখে
ভিজতে দাও আমরন আঝোর বৃষ্টিধারায়
নান্দনিক আলোকচিত্র শৈলীর কাব্যিক চিত্রপটে ।।
18 june 21