শুভ নববর্ষ ১৪৩২ Happy New Year 1432







































জেগে উঠো আবার একাত্তর বৈশাখী ঝড়ের প্রলয় হুঙ্কারে
Wake up again 1971 through the roar of the Baisakhi storm
……………………………..
বীর বাঙ্গালীর মহান মুক্তি ও স্বাধীনতা যুদ্ধ ৭১ কে ধ্বংশ করে স্বাধীনতা ও বাংলাদেশ বিরোধী অপশক্তির ক্ষমতা দখলের নোংরা রাজনীতির বলী আবুসাঈদ আজ আকাশে উড়ে বেড়ায় -আরও শত শত খুন এবং পঙ্গু অসহায় আবুসাঈদের (পুলিশ-ছাত্র-জনতা) বোবা কান্না কি আকাশ শুনিতে পায় ! ভাত খেতে দিয়ে ক্ষুদা কাতর এক নিরিহ কিছুটা মানসিক বিকারগ্রস্ত এক বনেদী যুবক ঢা বি র আলোঝলমলে প্রকোষ্টে একদল খুনী উন্মত্ত সন্ত্রাসী হায়েনার নৃশংস পাশবিক আঘাতে আঘাতে নিস্তেজ দেহ মৃত্যুর কোলে ঢলে পড়ে হায় !! হতভাগা তোফাজ্জলের কথা মনে পড়ে যায় !! শুনতে কি পাও বাংলাদেশ ৩০লক্ষ শহীদের এক সাগর রক্ত-২ লক্ষ নিস্পাপ, নিরীহ বাংলা মায়ের বোনের সভ্রম বিসর্জনের অভিশাপের বো্বা কান্না , লাল সবুজ পতাকার আকাশ ফাটা আর্তনাদ – ৭১ এর পরাজিত শক্তি পাকিস্তানী হায়েনা আর তাদের সহযোগী বাংলাদেশ বিরোধী অপশক্তি এখন ছিন্ন-ভিন্ন বাংলা মায়ের ধবংশাবশেষের বুকে দাঁড়িয়ে ক্ষমতা থেকে ক্ষমতা দখলের উন্মত্ত খেলায় বিভোর @ জেগে উঠো মহান একাত্তর , জেগে উঠো বীর বাঙ্গালী বাংলাদেশ, জেগে উঠো আবার একাত্তর হাতিয়ার বৈশাখী ঝড়ের প্রলয় হুঙ্কারে – ভেসে যাক সব স্বদেশ বিরোধী শয়তান ,মুখোশধারী সব ভন্ড, আবর্জনা, মীরজাফর নির্বিশেষ – মুক্তি পাক বঙ্গবন্ধু বাঙ্গালীর বাংলাদেশ-
# শুভ নববর্ষ ১৪৩২
…………………………………………………………….
অবরুদ্ধ বৈশাখ ১৪৩২
Captive Baishakh 1432
্্্্্্্্্্্্্্্্্,
যদিও মংগল শোভাযাত্রা ধর্ষিত হয়ে বর্ষবরন আনন্দ শোভাযাত্রা হয়ে এবার পথে এসেছে গত পাঁচ দশকের সব ফ্যাসিষ্ট এবং একাত্তরের মহান মুক্তি ও স্বাধীনতা যুদ্ধ বিরোধী শক্তির কাঁধে ভর করে –
তবুও যথা নিয়মে প্রথম আলো, প্রথম সকাল এসেছে আশির্বাদের ডালা নিয়ে অরুনো্দয়ের অগ্নিস্বাক্ষী হয়ে , বীর বাঙ্গালীর ঘরে বাইরে শহর গ্রাম জনপদে, মহান একাত্তরের আকাশ বাতাস কাঁপানো শ্লোগানে প্রবল কালবৈশাখী প্রলয়ে- নববর্ষ ১৪৩২ এর ক্যনভাসে পহেলা বৈশাখের বাঁধ ভাংগা আনন্দে
# নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা নিরন্তর
………………………………………………………
যাক পুরাতন যাক ভেসে যাক
ধুয়ে মুছে যাক স্বাধীনতা আর স্বদেশ বিরোধী সব আবর্জনা ,এক সাগর রক্তের গভীরে,
মা বোনের পবিত্র সম্ভ্রম বিসর্জনের মহান একাত্তরে-
ধংশ হউক সকল হায়েনা ,দানব শক্তি আর লাল-সবুজ খামছে ধরা সব শকুনের দল !
জেগে উঠো বাংলা মায়ের বাংলাদেশ আবার,
বৈশাখী ঝড়ে উড়াও বিজয় কেতন
আবার আসুক ফিরে বংগবন্ধু ,নজরুল , কবিগুরু লালন, জীবনান্দের বাংলাদেশ,
বৈশাখী পালকীর সওয়ারী হয়ে নববধুর সাজে বাংগালীর ঘরে ঘরে
#শুভেচ্ছা নববর্ষ ১৪৩২
Pahela Baishakh (Bengali: পহেলা বৈশাখ) or Bengali New Year (Bengali: বাংলা নববর্ষ, Bangla Nôbobôrsho), also called Pohela Boishakh, is the traditional new year day of the Bengali people. It is celebrated on 14 April as a national holiday in Bangladesh, and on 14 or 15 April in the Indian states of West Bengal and Tripura and elsewhere by people of Bengali heritage, irrespective of their religious faith.
The festival date is set according to the lunisolar Bengali calendar as the first day of its first month Baishakh.It therefore almost always falls on or about 14 April every year on the Gregorian calendar.[8] The same day is observed elsewhere as the traditional solar new year and a harvest festival by Hindus and Sikhs, and is known by other names such as Vaisakhi in central and north India, Vishuin Kerala and Puthandu in Tamil Nadu.
The festival is celebrated with processions, fairs and family time. The traditional greeting for Bengali New Year is শুভ নববর্ষ “Shubho Nabobarsho” which is literally “Happy New Year”. The festive Mangal Shobhajatra is organized in Bangladesh. In 2016, the UNESCO declared this festivity organized by the Dhaka University as a cultural heritage of humanity