*আমি তার স্বাক্ষী
I am the witness of that miracle surrealism*
রাত ৩টার পর থেকে সুর্যোদয় পর্যন্ত মহাবিশ্বের বুকে যে অলৌকিক- ঐশ্বরিক পরিবর্তন গুলো ঘঠে সেগুলো সব বুঝার মত দিব্যজ্ঞান না থাকলেও আমি প্রতিদিন তার স্বাক্ষী হই- মিশে যাই উদার আকাশের গায়ে । আঁধারের বুকে অবাধ হেঁটে বেড়াই নিরজনে সেনানিবাসের পথে – স্বর্গ থেকে ভেসে আসা মৃদু্মন্দ সমীরন দোলা জাগায় সবুজ প্রকৃতির হৃৎ মাঝারে যার পরশে আমার দেহ মন হয় আন্দোলিত – আপন মনে একান্ত নিরজনে হারিয়ে যাই কল্প লোকের ওপারে –অৃদৃশ্য এক আবাহনে ছুটে বেড়াই মায়া লোকে!
আমার চিন্তা- চেতনা আর সৃজনশীল উদ্ভাবনের মোহনায় উঠে সৃষ্টি সুখের উল্লাসে জলোচ্ছাস! অবচেতন মনে আমি কথা বলি স্রষ্ঠার সাথে -আমি যার হাতের বীণা তার সাথে – তার সত্ত্বায় মিশে যায় আমার সত্ত্বা – তিনি যেভাবে আমায় বাজান সেভাবেই বাজতে থাকি! সে এক অবর্ননীয় অনুভুতির মায়াবী পরশ ! না দেখিলে না মিশিলে যাবেনাকো তাকে চেনা – পাবেনা কভু তার দেখা !
17 april 2০