*প্রভাতী স্বরগের পদাবলি*
আব্দুল_মালেক_বাবুল
পৃথিবী যখন ঘুমায় করোনা নামের লক ডাউনের ঘরে আমি তখন হাঁটি কাকভোরের আবছা আঁধারে –সেনানিবাসের নির্জন নিস্তব্ধ চিরচেনা সড়কের পথ ধরে ;
ঢোকার পথেই চোখে পড়ে ঈগল চক্ষু দৃষ্টিতে আর ভদ্র আবেশে সামরিক পুলিশের সুকঠিন নান্দনিক নিরাপত্তা নিয়ন্ত্রন ।
আমি হাঁটি ; হেঁটে চলি জৈবিক পৃথিবী ছেড়ে ;
হারিয়ে যাই কল্পলোকের পিঠে চড়ে নতুন এক মহাকালের কক্ষপথে ।
আমি চলছি হেঁটে ; শুনি চার পাশে বিহংগ কূলের কল কাকলি ; সবুজ বনানীর গভীর হৃদয়ে জুড়ে ঝিরিঝিরি পাতার নৃত্য ছন্দে মৃদু মন্দ সমীরণে –
সামনে এগুতেই অপলকে দেখি অধরে অধর চেপে চখা-চখীর আদিম প্রণয় নিবেদন –
ফিরে যাই মগ্ন চৈতন্যে আনকোরা কৈশোরে
স্কুল পালানো কুঞ্জঘেরা পথের সীমানা পেরিয়ে আনকোরা যৌবনের মেঠো পথে !
আমি হাঁটি ; হেঁটে চলি আমার চেনা সড়কের সাথে আলাপচারিতায় যে আমার সুদীর্ঘ পঁয়ত্রিশ বছর জুড়ে প্রতিটি পদক্ষেপের অমর স্বাক্ষী –
ঢেলে দিই তার বুকে এতদিনের জমানো সব ঠাকুরমার ঝুলি ।
আমি হেঁটে চলি এক দল মানব মানবীর পরিচ্চন্ন দিবস উপহারের কর্মচাঞ্চল্যের তালে তালে ।
এরই মাঝে আবার কখনো দেখা হয়ে যায় কিছু প্রাক্তন প্রিয়ংবদা সহকর্মী সাথে – হয় সালাম , স্মৃতি আর কুশল বিনিময় কোভিড ১৯ মুখোশের আড়ালে ! কারন পৃথিবী এখন করোনা নামের ভদ্র পাড়া – এখানে নিষিদ্ধ সব চিরায়ত আবেগের বহিঃপ্রকাশ ; কোলাকোলি আর করমর্দন এবং
আরও নিষিদ্ধ সব কোকিলের গান …!
আমি চলতে চলতে প্রিয় অফিসের সীমানা পেরিয়ে পৌঁছে যাই শিখা অনির্বাণের গর্বিত ছায়ায়
যেখানে অবিরাম জলছে ৭১ এ মহান মুক্তিযুদ্ধে সশস্র বাহিনির শহীদী আত্মার জলন্ত ইতিহাস –
ত্রিশ লক্ষ শহীদের বাংলাদেশে স্বার্বজনীন বাঙ্গালীর ত্যাগে অর্জিত মানচিত্রের বুকে লাল সবুজের মুক্ত পতাকায় ।।
আমি হাঁটি হেঁটে চলি গতিময় পথে – আদমজী শিক্ষায়তনের বিশাল সীমানা ছাড়িয়ে পৌঁছে যাই শহীদ জাহাংগীর গেটের আঙ্গিনায় – প্রভাতী স্বরগের শেষ গন্তব্যে ।
আবার ফিরে চলি ওল্টো রথে ; কল্পলোকের অসীম ছেড়ে নেমে পড়ি মর্ত্যলোকের জনারন্যে-
শুনতে পাই মনের গহীনে বার বার পিছু ডাক ! আবার এসো বন্ধু আত্মার আত্মীয় ; এসো বার বার
বলিলাম আসিব বন্ধু – আসবই চিরকাল …।
১৯ জুন ২০২০ সকাল ঢাকা সেনানিবাস ।