আমি বাংলার গান গাই
……………………….
আমি রুপসী বাংলার পথে প্রান্তরে
নিজেরে খুঁজিয়া বেড়াই
আমি বিস্তীর্ন সবুজে পথ চলতে চলতে
হারিয়ে যাই রুপালী পদ্মার গভীরে
ভেসে বেড়াই শুভ্র বকের ডানায় চড়ে
বৈশাখের হাঁটু জলে আমি ঘর মুখো এক দুরন্ত রাখাল
ক্যামেরার চোখে চোখ রেখে আমি ফ্রেমে বাঁধি ঘর
আমি সৃজন ছন্দ আনন্দে নেচে বেড়াই
ঘর ছাড়া এক পথিক বাউল
আমি কবি গুরুর কবিতায় বংগবন্ধুর সোনার বাংলা
কবি নজরুলের বাংলাদেশ
আমি এক দেশপ্রেমিক অজেয় অমর অশেষ
আমি দুরন্ত কৈশোরের মায়াভরা চোখে
আগামীর স্বপ্ন আঁকি অনিমেষ ………।।