*
*বিশ্বের অন্যতম সার্বজনীন শিক্ষক , বাংলাদেশের জাতীয় আলোকচিত্র শিক্ষক এবং বাংলাদেশে সুকুমার তথা আধুনিক আলোকচিত্র আন্দোলনের জনক আলোকচিত্রাচার্য (Chancellor of Photography Bangladesh) এম এ বেগ স্যারের স্বপ্ন পুরনে অতি শীগ্রই বাংলাদেশে উচ্চতর শিক্ষার জন্য সরকার কতৃক ‘ জাতীয় আলোকচিত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠত করা – বিশ্ববিদ্যালয় সমুহে আলোকচিত্র ফ্যাকালটি চালু , এবং জাতীয় শিল্পকলা একাডেমিতে আলোকচিত্র বিভাগ চালু করা এখন হোক ’ । এটা এখন সময় – আলোকচিত্র সম্প্রদায় এবং সার্বজনীন দাবী ।
কারন আলোকচিত্র ইউনেস্কো ঘোষিত আগামী দিনের ভাষা এবং স্বীকৃত এক সার্জনীন ভাষা । পৃথিবী তথা মহাবিশ্বের জীবন যাপনে এবং রহস্য উদঘাটনে আলোকচিত্র মাধ্যমের ভুমিকা অনস্বীকার্য ।।
# আজ বিশ্ব শিক্ষক দিবস ২০২১
আজ ৫ অক্টোবর ২০২১ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে । এ বছর শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক’।
বিশ্বের সব শিক্ষকের অবদান স্মরণ করার জন্য ইউনেস্কোর আহ্বানে দিবসটি প্রতি বছর পালন করা হয়।
World Teachers’ Day 2021
The Theme of World Teachers’ Day 2021 is “Teachers at the heart of education recovery”. The United Nations (UNESCO) presented this theme for teachers’ day in respect of their determined and diligent efforts in the crucial stages of the Covid-19 pandemic.
*সুপ্রভাত বসুমতি
*সুপ্রভাত বাংলাদেশ
*Good morning planet
*Good morning Bangladesh
© আবদুল মালেক বাবুল এফবিপিএস ,এফবিপিএস (সন্মান)
© Abdul Malek Babul FBPS , Hon FBPS
https://bimboophoto.com/ : 01715298747