পৌরুষ প্রতিবন্দীদের ট্রল বনাম সাধারন মানুষের পৌরুষ শক্তি !
…………………………………………………………………
যারা করোনা দুর্যোগ এবং সব সময় এদেশের খেটে খাওয়া দেশপ্রেমিক সাধারন মানুষের মানবেতর জীবন ও অমানুষিক দুঃখ-কষ্ট এবং অসহায়ত্ত্ব নিয়ে হারামের পয়সায় আরামে থেকে হাস্য রসাত্মক বিরুপ মন্তব্য করে বা ট্রল করে স্ট্যাটাস দেয় তারা এদেশের ইতর শ্রেনীর পরগাছা এবং আল্লাহর প্রতি বিশ্বাস ও জীবনী শক্তিহীন কাপুরুষ এবং মানসীক বিকারগ্রস্ত মানুষ নামের অপদার্থ কীট ! মনে রাখতে হবে স্বাধীনতার মহান কবি বংগবন্ধুর ডাকে এ দেশের আপামর সাধারন মানুষের বীরত্ব আর এক সাগর রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি বাংলাদেশের মহান স্বাধীতা – কোন সুবিধাভোগী অনৈতিক ইতর ও মীরজফরের হাত ধরে নয় এবং এখন এদেশের সভ্যতা/ সুবিধা ভোগী ইতর সভ্যতা , উন্নয়ন , প্রগতি ও আগামী সোনার বাংলা গড়ার একনিষ্ট কারিগর এবং সৈনিক হচ্ছেন আপামর সার্বজনীন সাধারন জনতা এবং তাদের অকৃত্রিম দেশপ্রেম ও নিরলস নিস্বার্থ কর্মযজ্ঞ । সুতরাং রাখিও স্মরন ‘ আসিতেছে শুভদিন – দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ ‘ – মনে রাখিও সুবিধাভোগী পংগপালের দল ঃ সবার উপরে ক্ষুদা সত্য তাহার উপরে নাই !*
জয় বাংলা – জয় বঙ্গবন্ধু – জয় দেশপ্রেমিক আপামর জনত ।
https://bimboophoto.com/ © আবদুল মালেক বাবুল এফবিপিএস ,এফবিপিএস সন্মান © Abdul Malek Babul FBPS Hon FBPS https://bimboophoto.com/ Cell : 01715298747 , 01305269349 Email : babul.photopassion@gmail.com