নীলিমায় ফিরে আসি বার বার
আব্দুল মালেক বাবুল
…………………
মোরা আর জনমে হংস মিথুন ছিলাম
দীঘি- নদী- সাগরে পেরিয়ে ভেসেছি অতল মহাসাগরে
তারপর সুনিবিড় স্বপ্ন ডানায় চড়ে উড়েছি লোক লোকান্তর
শত সহস্র আলোক বর্ষ ঘুরে নীলিমার বুকে বেঁধেছি ঘর
গড়েছি বিশাল আকাশ জুড়ে সৃষ্টির অবাধ উদার বাগান
তার পর প্রচন্ড আবেগের উন্মাদনায় নীলিমার প্রানে রেখেছি প্রান
রাগ অনুরাগ প্রেম বিরহ রোমাঞ্চ মিলে মিশে একাকার
একই সত্ত্বায় বিলীন দোঁহে প্রনয় স্বরগে হারাবার
তারার মালা খোঁপায় পরিয়ে ছন্দে আনন্দে নাচিব তোমায় নিয়ে
অতনুরা সব নামিয়া আসিবে বসাবে চাঁদের হাট থই থই পুর্নিমায়
জগতের সব নান্দনিক সুন্দর লুটাইয়া পড়িবে পায়
আমাদের এই মহা মিলনে জন্ম নেবে আগামী শিশু নতুন ধরনী
সাম্য মৈত্রী স্বাধীনতা উদারতায় বেড়ে উঠবে মানবিক অরনী
হে নীলিমা অনবদ্য দেবী , চিরন্তন প্রেরনা আমার
নব সৃষ্টির প্রলয় টানে তাই তোমার স্বরগেই ফিরে আসি বার বার ।।
২৮ অক্টোবর ২০২১
…………………………………।।
© আবদুল মালেক বাবুল এফবিপিএস ,এফবিপিএস (সন্মান)
© Abdul Malek Babul FBPS , Hon FBPS
https://bimboophoto.com/ : 01715298747

TEKNAF IS A COASTAL& HILLY UPOZILA OF COX BAZAR DISTRICT BOARDER WITH MYANMAR THROUGH THE NAF RIVER. ITS A HISTORICAL PLACE WITH NATURAL BEAUTY, DETAILS OF LIFE, SHAH PORI DIP ( THE MOST LAND COMMUNICATION IN SOUTH ON THE BANK OF BAY )AND ST MARTIN ISLAND ( ONLY CORAL ISLAND WITY BIO DIVERSITY0 IS IN TEKNAF .
TEKNAF IS A COASTAL& HILLY UPOZILA OF COX BAZAR DISTRICT BOARDER WITH MYANMAR THROUGH THE NAF RIVER. ITS A HISTORICAL PLACE WITH NATURAL BEAUTY, DETAILS OF LIFE, SHAH PORI DIP ( THE MOST LAND COMMUNICATION IN SOUTH ON THE BANK OF BAY )AND ST MARTIN ISLAND ( ONLY CORAL ISLAND WITY BIO DIVERSITY0 IS IN TEKNAF .