*আমার ভেতরে আমি – ক্যমেরার ভেতর আঁতুড় ঘর
……………………………………………………।
আমার ক্যামেরার ভেতরে
এবং আমার ভাবনার আকাশে আছে
বিস্তীর্ন আদিগন্ত জোড়া এক বিস্ময়কর আতুড় ঘর
সেখানে বসবাস সেন্সর নামের এক পবিত্র জরায়ু
প্রতিদিন প্রতি মুহুর্তে জমা হয় সেখানে অসংখ্য শুক্রানু
যা আসে আমার চিন্তা-চেতনা –শিল্প শৈলী কবিতার ঔরস থেকে
প্রতিফলিত আলোক রশ্মি আর প্রতিসরনের প্রবাহে জমা হয়
সেন্সরে সংরক্ষিত ফোটন কণার গভীরে ; নাম তার পিক্সেল
তার পর শুরু হয় ফোটনের সাথে ইলেকট্রনের দারুন সংগম
জরায়ুতে জন্ম হয় আলোকচিত্রের চিত্র পটে সব ছবি মালা
চলে শিল্প শৈলীর খেলা – বসে কবিতার আনন্দ মেলা
তার পর বেরিয়ে আসে তারা এক সময়
উদরের ছায়া থেকে জনারন্যে পুর্নাংগ অবয়বে
কখনও অটল মারনাস্ত্র হয়ে যুদ্ধে লিপ্ত হয় এবং
পৃথিবী এবং জনপদ বিধ্বংশী সব শয়তানের সাথে
তাক করা ভয়ংকর মারনাস্ত্রের বিরুদ্ধে হয় যমদূত
আবার কখনও ফুটায় গোলাপ প্রেমের বাগানে –মানবতার উঠোনে
এভাবে চলে অনবরত অনাদি অনন্ত – গহীনের আঁধার ভুবনে ফোটন –ইলেকট্রন-পিক্সেলের সাথে আমার অথবা পেছনে থাকা মানুষ গুলোর
গভীর প্রনয় সহবাস – জন্ম হয় প্রতিবারই শত সহস্র নবজাতক
সৃজন ছন্দে আনন্দ উদ্ভাবনে কাঁপে হৃদয় সুর পিয়াসী মন
প্রিয় কবি নজরুলের চেতনায় বিলীন হয়ে আমি বলে উঠি
“আমি তাঁর হাতের বীণা –তিনি আমাকে যেভাবে বাজান ; আমি সেভাবেই বাজি” –
আমি অকপটে দরাজ গলায় চিৎকার দিয়ে বলি
হে আলোকচিত্র তুমি আমায় করেছো মহান –
তোমাকে সালাম চিরন্তন ।।
© আবদুল মালেক বাবুল এফবিপিএস ,এফবিপিএস (সন্মান)
https://bimboophoto.com/
10 aug 2021
https://bimboophoto.com/
© আবদুল মালেক বাবুল এফবিপিএস ,এফবিপিএস (সন্মান)
© Abdul Malek Babul FBPS , Hon FBPS
https://bimboophoto.com/ : 01715298747
* Professional , Fine art photo artist *Teacher *Organizer
*Dream weaver * Creator & documentary expert
*National and Internationally renowned leading photo artist
* Achieved more than thirty national & international awards
including Gold , Grand & First prizes along with
exhibited photographs in home and almost every continents
around the world
*published fine art photographs in different
prestigious international and national publications
*প্রাক্তন অধ্যক্ষ , বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট (বিপিআই)
Former Principal of Bangladesh Photographic Institute BPI
*প্রাক্তন সহসভাপতি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)
Former vice president of Bangladesh Photographic Society BPs
*ফেলো এবং আজীবন সদস্য বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস
Fellow and Life member of Bangladesh Photographic Society BPS
*প্রাক্তন প্রতিরক্ষা কর্মকর্তা (বেসামরিক) মেডিকেল ফটোগ্রাফি বিভাগ
আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস ঢাকা সেনানিবাস ,
Former defence officer (civil) medical photography division