সাত কোটি প্রানের হে মুগ্ধ জননী
রেখেছো বাংগালী করে মানুষ করনি’
কবি গুরু তোমার কবিতা আজ মিথ্যা প্রমানিত হয়েছে
আমার বাঙ্গালী আজ মানুষ হয়েছে
১০ জানুয়ারি ১৯৭২ স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে এসে
বংগবন্ধু শেখ মুজিব ঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ।।
the home coming day of father of the nation
Bangobondhu Seikh Mujibur Rahman : 10 january 1972
একটি ছবিতে জাতির পিতার ছবি হাতে আমার বড় ছেলে মিনহাজ মোস্তাকিম সাকী
আমার অফিস কক্ষ এ এফ এম আই , ঢাকা সেনানিবাস ২০০২ ;
বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী জোট তখন (২০০১ সালে) ক্ষমতায় এসেই সকল সরকারি ভবনও অফিস আদালত থেকে ক্ষমতা বলে অবৈধ ভাবে জাতীর জনকের ছবি অপসারন করেছিল ! সেই অপসারিত ছবি আমি তখন চাকুরির ঝুঁকি নিয়ে আমার ডিপার্টমেন্টে আগলে রেখেছিলাম কারন হৃদয়ে বংবন্ধু এবং বাংলাদেশ চিরন্তন
………………………………………………।।
মুজিব মানে – বংগবন্ধু বাংলাদেশ
………………………
মুজিব মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী
মুজিব মানে বংগ বন্ধু – বাঙ্গালীর নয়ন মনি
মুজিব মানে বজ্র কন্ঠ – মুষ্টি বদ্ধ হাত আকাশ চুড়ায়
মুজিব মানে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
মুজিব মানে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
মুজিব মানে জয় বাংলা
মুজিব মানে নিপীড়িত নির্যাতিত জনতা
মুজিব মানে মহান মুক্তি যুদ্ধের দেবতা
মুজিব মানে স্বাধীনতার অমর অজেয় কবি
মুজিব মানে এক সাগর রক্তে আঁকা
লাল সবুজে রাংগা পতাকা
মুজিব মানে বাঙ্গালী – বাংলাদেশের জন্মদাতা
মুজিব মানে চিরায়ত দেশপ্রেম – বিশ্ব মানবতা
মুজিব মানে কবি গুরু বাংলা মায়ের উদার আঁচল
আমার সোনার বাংলা আমি তোমায় ভাল বাসি
মুজিব মানে মহা বিদ্রোহী নজরুল
সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা বিষের বাঁশি
মুজিব মানে সার্বজনীন বাঙ্গালীর গহীনে আঁকা
রুপসী বাংলার অবয়ব – কালোত্তীর্ন বংগবন্ধু বাংলাদেশ।।