শোকাহত ঈদের নিরন্তর শুভেচ্ছা -ঈদ মুবারক !
হে করোনা দানবী !
oh! corona pandemic !
তোমার শক্তিকে বড় করে যারা ছলে-বলে-কৌশলে –
আদেশে -অনুরোধে লকডাউনের ভাষায় করিতে চায় প্রকাশ
তাদের ভেতরে কি আছে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস !
নাকি তারা চায় ছলে-বলে-কৌশলে
মানবতার জননী ,আপামর জনতার শেষ আশ্রয়
সার্বজনীন নেত্রী শেখ হাসিনার
আকাশ ছোঁয়া জনপ্রিয়তায় নামুক ধ্বশ !
……………………………………
করোনা মহামারির শক্তিকে প্রবল শক্তি বিবেচনায় যারা সর্বশক্তিমান আল্লাহর অসীম ক্ষমতার কথা ভুলে গিয়ে লকডাউনের নামে লক্ষ লক্ষ পরিবহন শ্রমিক ও অন্যান্য কর্মহীন কর্মজীবি মানুষ এবং তাদের পরিবারকে ঈদ আনন্দ থেকে বঞ্চিত করেছে এবং অগুনতি জনতার প্রবল আবেগের মর্মমুলে চরম আঘাত হেনে আপন শেকড়ের পানে পদব্রজে ছুটে চলার পথে অমানবিক ভাবে বাধা প্রদান করে ফে ফেরিতে পদদলিত করে মানুষ খুন করেছে এবং মায়ের জীবন্ত লাশের শিয়রে বসে নাবালক শিশুর বুক ফাটা কান্নায় পবিত্র ঈদুল ফিতরের আকাশ বাতাস শোকে ভারাক্রান্ত করতে বাধ্য করেছে – তারা কি আসলেই প্রকারান্তরে ছলে-বলে-কৌশলে ধরনী মাতা , মানবতার জননী , সার্বজনীন জননেত্রী , আপামর সাধারন মানুষের শেষ আশ্রয়ের শেকড় , মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাশছোঁয়া জনপ্রিয়তায় সুকৌশলে ধ্বশ নামাতে চায় ! আমার উর্বর মস্তিস্কে এ ধরনর একটা ভয়ংকর প্রশ্ন বার বার আঘাত হানছে ! তাই ব্যপারটা অনুসন্ধানের যোগ্যতা রাখে বলে আমার ধারনা ! কারন মানুষের ভেতরে মহান স্রষ্টার দেয়া আধ্যাত্মিক এবং আদিম উপহার হচ্ছে প্রবল আবেগ যা একান্তই সবার নিজের এবং যা দিয়ে চালিত হয় আপন ভুবন এবং দেশ-জাতি -জগৎ সংসারের চাকা এবং পৃথিবীর কোন শক্তিই তাকে হার মানাতে পারেনা কখনত্ত! সেই আবেগের বুকে আঘাত আসলে মানুষ বিপরীত স্রোতধারায় গিয়ে প্রতিবাদ মুখর হয়ে উঠে এবং প্র্রয়োজনে জীবন দিতেও দ্বিধা বোধ করেনা ! উদাহরন টেনে অকপটে বলা যায় বাংলাদেশের স্বাধীনতার মহান কবি ,মহান স্থপতি্ ,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবের আপোষহীন নেতৃত্ত্বে এবং উদাত্ত আহবানের মধ্য দিয়ে স্বাধীনতা ঘোষনার বানী শিরোধার্য করে প্রবল আবেগ পুর্ন হৃদয়ের বীর বাঙ্গালী দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে এক সাগর রক্ত বিসর্জন দিয়ে পাকিস্তানী হানাদার , ধর্ষক ও গনহত্যাকারী বাহিনীকে পরাজিত করে প্রিয় মাতৃভুমিকে স্বাধীনতার লাল সবুজ পতাকায় সজ্জিত করেছে।
তাই আমার কাছে মনে হয় এবারের পবিত্র ঈদুল ফিতরের উৎসব উপলক্ষ্যে বিভিন্ন ভাবে আপামর সাধারন জনতার পবিত্র আবেগের মর্মুমুলে আঘাত হানার ব্যপরটা অনুসন্ধানের যোগ্যতা রাখে । এ প্রসঙ্গে অতি সম্প্রতি আমাদের স্বাধীনতা –মুক্তিযুদ্ধ-বংগবন্ধু – বাংলদেশের ইতিহাসের শেকড়ের ঠিকানার স্বাক্ষী সোহরাওয়ার্দী উদ্যানের বৃক্ষ নিধনের মাধ্যমে বর্তমান ও আগামী প্রজন্মের কাছে আমাদের গর্বিত ইতিহাসের অবমাননা এবং প্রকারন্তরে তা মুছে ফেলার ব্যাপরটাও অনুসন্ধানের বিবেচনায় আসতে পারে ।
সব শেষে মাননবিক নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর প্রবল আশাবাদী বানী দিয়ে শেষ করছি “ শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ – এগিয়ে যাবে বাংলাদেশ “ তবে সত্যিকারের শ্ত্রুকে চিহ্নিত করে রাখা এবং ব্যবস্থা গ্রহন দেশের জন্য মঙ্গল জনক বলেই মনে হয়।
মানুষের প্রবল এবং আদিম আবেগের জয় হউক ।
জয় বাংলা – জয় বঙ্গবন্ধু – জয় দেশপ্রেমিক আপামর জনতা
বাংলাদেশ চিরজীবি হউক ।।
শোকাহত ঈদের নিরন্তর শুভেচ্ছা -ঈদ মুবারক ………
© আবদুল মালেক বাবুল এফবিপিএস ,এফবিপিএস সন্মান
© Abdul Malek Babul FBPS Hon FBPS
https://bimboophoto.com/
Cell : 01715298747 , 01305269349
Email : babul.photopassion@gmail.com
https://www.facebook.com/babulabdulmalek
https://www.facebook.com/bimboophoto
https://www.facebook.com/Save-the-artery-the-buriganga
https://www.facebook.com/groups/363821067364826
https://www.flickr.com/people/55321771@N08
https://www.youtube.com/feed/my_vi