সড়কে প্রতিদিন
street every day
সড়কে প্রতিদিন যে অসংখ্য বিচিত্র ও বৈচিত্রময় সুখ-দুঃখের ব্যঞ্জনায় যে অগুনতি গল্পের অবতারনা হয় –তার সিকি ভাগও যদি লেখা যেত বা চিত্রায়িত হতো – তবে পুরো পৃথিবীটাই হতো গল্প গ্রন্থের এক অসীম গ্রন্থাগার ।
……………………………………………………………………………….
১৯৫২ র সুদীর্ঘ রক্তাক্ত পথ পেরিয়ে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্ত দিয়ে লেখা আমাদের এই স্বাধীন বাংলাদেশ ।বংগবন্ধুর ডাকে বীর বাঙ্গালীর কঠিন আত্মত্যাগে অর্জিত সেই বাংলাদেশ এখন অর্ধ শতাব্দীর গর্বিত পথ পরিক্রমায় আসছে ২৬ মার্চ পালন করবে রজত জয়ন্তী । কিন্তু এত যুগ পরে এসেও এখনও চোখে পড়ে শহর গুলি বিশেষ করে রাজধানী শহর ঢাকায় উদ্ভাস্তু তথা ভাসমান মানুষ ও শিশু কিশোরের মানবেতর করুন জীবনের উপখ্যান !
আজ ভাষা শহীদ তথা আন্তর্জতিক মাতৃভাষা দিবস ২০২১ । এক দিকে সার্বজনীন সাধারন মানুষের ভাব গাম্ভীর্য শ্রদ্ধা নিবদনের বাইরে – বেশীর ভাগ লোকের মধ্যে চলছে পবিত্র শহীদ মিনারে ফুলের ডালা বিছিয়ে দেয়ার বিচিত্র- বৈচিত্রময় ভোগবাদী রাজনীতির মেকি উল্লাস – যেমন চলে অন্যান্য দিবস গুলোতেও – আর অপর দিকে ভাসমান অনিশি্চত জীবনের করুন পরিহাস !
অর্ধ শতাব্দীর সোপানে দাঁড়িয়ে বাংলাদেশ এগিয়েছে অনেক – এগুচ্ছে এখন দুর্বার গতিতে – উন্নয়নশীলের মহাসড়কে দাঁড়িয়ে ভবিষ্যতে উন্নত দেশে উন্নীত হওয়ার বাস্তবতায় বাংলাদেশ। কিন্তু সুবিধা বঞ্ছিত মানব সম্পদ উন্নয়নের বিকল্প কি কিছু আছে ?
তবে আশাবাদী আমরা সার্বজনীন সাধারন মানুষ –কারন স্বাধীনতার কবি , মহান স্থপতি , জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন–প্রেরনা ও আদর্শ বুকে ধারন করে ; উন্নত শীরে ইস্পাত কঠিন শপথে এদেশের মাথায় মাথা হিসেবে দাঁড়িয়ে আছেন ধরনী মাতা খ্যাত মানবতার জননী জননে্ত্রী শেখ হাসিনা ।
সুতরাং ভেবোনা গো বাংলা মা – তোমার সন্তানেরা হারিয়ে গিয়েছে পথে …………!
বাংলা আমার মা – বাংলা আমার গরব
বাংলা আমার মাতৃভাষা – বাংলা আমার সরগ
bangla is my mother
bangla is my proud
bangla is my mother tongue
bangla is my divine ………
আমার ভায়ের রক্তে রাংগানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি ?
can i forget the 21 february which is covered
with sacrificed blood of my martyr brothers in 1952
আমরা সূর্যের বুক ছিঁড়ে ছুটে চলি দুরন্ত অশেষ
আমরা সাধারন মানুষ -অমর অজেয় বাঙ্গালী
আমরা গড়িব সোনার বাংলা – আমরাই বাংলাদেশ ।।
we are running
across the heart of solar at timeless
we are the immortal hero of rebel
we are bangalee – the unrival Bangladesh
#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস_অমর_হউক
#the_international_mother_language_day_2021
মুজিববর্ষ হউক সার্বজনীন বিশ্ব মানবতার সংগ্রাম-স্বাধীনতা –মুক্তি ও
প্রগতির অমর অজেয় প্রেরনা ।।
# celebratingbangladesh 2021 # celebrating_Mujib borso 2020-21
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু , জয় দেশপ্রেমিক জনতা , বাংলাদেশ চিরজীবি হউক ।