hotography is the language of next
the optimistic faces of bangladesh সোনার তরী
……………………….
সোনার তরী ভাসিয়ে দিলাম পদ্মা নদীর বুকে
আলোর মাঝে হারিয়ে গিয়ে ভাসি পরম সুখে
শত বর্ষের কল্লোলে চলছি ছুটে পাল তুলে
মন মাঝি তোর বৈঠা নেরে সুরের তালে বিভোর হয়ে
জীবন বৈচিত্রের চিত্র এঁকে নীল আকাশের ক্যানভাসে
কুলে বসে কুল বধু হাতছানি দেয় হরষে
গেয়ে উঠে ঘোমটা খুলে থই থই পুর্নিমায়
পদ্মার ঢেউরে মোর শুন্য হৃদয় পদ্ম নিয়ে যা যরে
রোমাঞ্চিত পদ্মা মিশে যায় অতল সাগরে
আমার সাম্পান গড়ে তোলে ঘর বসতি, কাব্য চিত্রের উদরে
সৃজনে ছন্দে আনন্দে নাচায় নটরাজ
হৃদয় গহীনে শুরু হয় তোলপাড় , কল্পলোকে সুনামী
আমি উদাস নিভৃতচারী নিশাচর এক বাউল খেচর
ফোটন-সেন্সর-পিক্সেল আমার সৃষ্টি সত্তায় বাঁধে বাসর ।।
23 dec 21
………………………………………………………………. আমরা সূর্যের বুক ছিঁড়ে ছুটে চলি দুরন্ত অশেষ আমরা অমর অজেয় বাঙ্গালী – আমরাই বাংলাদেশ ।। we are from solar cherish always winner forever we are bangladesh জয় বাংলা , জয় বঙ্গবন্ধু , জয় বীর বাংগালী, বাংলাদেশ চিরজীবি হউক .. https://bimboophoto.com/ © আবদুল মালেক বাবুল এফবিপিএস ,এফবিপিএস (সন্মান) © Abdul Malek Babul FBPS , Hon FBPS https://bimboophoto.com/ : 01715298747