সিন্ডিকেট শব্দটি বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে এখন সব শ্রেনীর ব্যবসা ক্ষেত্রে সার্বজনীন জনপ্রিয় এক ধারালো অস্ত্র।
সকাল বেলা দুটো দেশী মোরগ কিনতে গেলে বহু কালের পরিচিত দোকানী (কচুক্ষেত বাজার ঢাকা সেনানিবাস) কান কানে বল্লো – স্যার সিন্ডিকেট করে ৫০০ টাকা কেজি দরে মুরগী বিক্রি করবে সবাই কিন্তু আপনি ক্যন্টনমেন্টের লোক আপনার কাছ থেকে ৪০০ টাকা কেজি নিব । তারপর তিনটা মুরগী হাতে দিয়ে একটা লম্বা সালাম দিয়ে বিদায় দিল ।
আসতে আসতে মনে মনে বললাম হায়রে আভিজাত শব্দ ‘ সিন্ডিকেট ‘ তুই কত উপর থেকে কত নিছে নেমে গেলি আর কোরবানীর ছুরি হয়ে কেটে চলছিস নিরীহ সাধারন মানুষের গলা ! কোভিড ১৯ লকডাউনের সুযোগে তুই এখন ভয়লেশ -নীতবোধ হীন অনেক বেশী ধারালো অস্ত্র !
# ১৪জুলাই ২০২১ সকাল ৯ঃ ২৫ মিঃ
© আবদুল মালেক বাবুল এফবিপিএস ,এফবিপিএস সন্মান
© Abdul Malek Babul FBPS Hon FBPS
Cell : 01715298747 , 01305269349
Email : babul.photopassion@gmail.com