*তুমি বংগবন্ধু শেখ মুজিবর রহমান
্্্্্্্্্্্্্্্্্্্
তুমি দল মত নির্বিশেষে এক সত্ত্বা সার্বজনীন
তুমি আকাশ-বাতাস কাঁপানো এক প্রলয় হুঙ্কার
তুমি জন্মভূমির লাল সবুজ পতাকায় মৃদুমন্দ সমীরন
তুমি আকাশের উচ্চতায় এক হিমালয় মহান
তুমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংগালী
স্বাধী্নতার কবি, স্থ্পতি বাংলাদেশ
তুমি জাতীয় শ্লোগান জয়বাংলা ,বীরবাংগালীর
মহান মুক্তিযুদ্ধের প্রান স্পন্দন
মহান নেতা নীপিড়িত মুক্তিকামী বিশ্বের
তুমি বংগবন্ধু শেখ মুজিবর রহমান
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
একদিকে ধর্ষিতা শহীদ কন্যা আছিয়াদের লাশের ঘরে হাহাকার!অন্যদিকে দেশ স্বাধীনতা বিধ্বংশী দানবের হেলিকপ্টার- শোকের মাতমে শকুন হায়েনার অট্রহাসির বাহার – অভিশাপ দাও তুমি জুম্মাবার , শয়তানের মসনদ জেলে পুড়ে কর ছারখার !
…………………………………………
ক্ষমা করো ধর্ষিতা বংগ কন্যা শহীদ আছিয়া
Forgive the raped Bengalee daughter , Shaheed Achia.
ক্ষমা করো ধর্ষিতা বংগ কন্যা শহীদ আছিয়া – ক্ষমা করো শত সহস্র ধর্ষিতা শহীদ শিশু-কন্যা-জায়া-জননী -তোমরা সবাই নষ্ট সমাজ , নষ্ট মানব নামের দানব , নষ্ট রাজনীতি , নষ্ট ক্ষমতা ,নষ্ট সভ্যতা-ভন্ড মনবতা আর লোভ লালসার স্বীকার -তোমাদের মৃ্ত্যু সংবাদে উল্লাস নৃত্যের তালে তালে সুরা সাকী নারীর নেশায় উন্মাতাল হয় ৫২ থেকে ৭১,৭৫ হয়ে ২৪শের হায়েনার জলসাঘর ! তোমাদের অভিশাপে কেঁপে উঠে মাংশাষী মানুষ, অসভ্য বিবেক , দেশ , ইতর পৃথিবী – তোমদের বুকের আগুনে নীরব নিথর আর্তনাদে ভয়ংকর অগ্নুৎপাতে হঠাৎ জলে উঠে সব সুপ্ত আগ্নেয়গিরি , তোমদের নিস্পাপ ক্ষত-বিক্ষত শরীর আর আর হৃৎপিন্ডের রক্তক্ষরনে জলন্ত লাভায় তৈরী হয় এক অলৌকিক লাল-সবুজ নন্দন কানন – ফুটে উঠে অজস্র স্বপ্নের লাল গোলাপ -তোমরা জেগে রবে চিরকাল এক সাগর রক্ত আর অগুনতি নিস্পাপ মা-বোনের সভ্রম বিসর্জনের দামে কেনা আমাদের রুপসী বাংলা মায়ের হৃৎ মাঝারে , নবজাতকের প্রথম চিৎকারে চিরকাল …।।
তাইতো বলি –
খুন করো যতবার
জন্মাবো বার বার
Kill as many times as possible
we will be born again and again
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
খুন করো যতবার
জন্মাবো বার বার
দারুন সূর্য হবো
হবো আগ্নেয়গিরির অগ্নুৎপাত
জেলে পুড়ে সব করে দেবো ছারখার
ধরণীর বুকে জাগাবো আবার সৃষ্টি সূ্খের উল্লাস
উড়াবো চির নতুনের বিজয় কেতন ।
.
https://www.facebook.com/reel/2847068102121291
https://www.youtube.com/watch?v=vZ5GoxdiG7k
https://www.facebook.com/phoenixsarker/videos/1665440207404611
https://www.facebook.com/shakaymuni.shakaymuni/videos/1850708922398964









