বিকৃত ইতিহাস – বিকৃত বিবেক – বিকৃত মানসীকতা – বিকৃত সভ্যতা- বিকৃত আভিজাত্য – বিকৃত প্রেম- বিকৃত সুন্দর – বিকৃত সাধু – বিকৃত দরবেশ – বিকৃত মানবতা – বিকৃত সুন্দরী !
ভুবন ভরিয়া শুধু বিকৃত রুচির কারবার !
ইতর প্রানীর সাথে সহবাসে এখন মানুষ –
আলোকিত স্বর্গ দুনিয়া সব
কেটে কুটে করেছে ছারখার !!
………………………………………………..
শিল্প এবং কলা এ শব্দ দুটির আবির্ভাব জগৎকে করেছে নান্দনিক সুন্দরের স্বর্গ ! আকাশের ছেয়েও বিশাল উচ্চতায় এ দুটি শব্দের অবস্থান ।
The advent of these two words in art and craft has made the world a paradise of aesthetic beauty ! The position of these two words is higher than the sky. *
# কিন্তু আমাদের জাতীয় শিল্পকলা একাডেমীর বিশাল চত্ত্বরের দিকে চোখ পড়লে নেই এর কোন প্রমান ! নেই আবহমান বাংলার স্থাপত্যশৈলীর কোন মিশ্রন/নিদর্শন ! বরং শিল্প -কলা শব্দ দুটিকে বৃ্দ্ধাঙ্গুলি প্রদর্শন করে শুধু তর তর করে উঠে যাচ্ছে কতগুলো আকাশ ছোঁয়া ইট পাথরের দালান ! দৃষ্টি নন্দনে যাতে নেই কোন প্রাচ্য স্থপত্য শৈলীর প্রান !
এক সময় মহান স্বাধীনতার পর থেকে ৯০ দশকের শেষ প্রান্ত পর্যন্ত সেগুন বাগিচার এই শিল্পকলা একাডেমী ছিল বিস্তীর্ন সবুজ চত্বরের মাঝে গাছ-পালা ঘেরা নান্দনিক গ্যালারী সমৃদ্ধ এক নির্জন সবুজের কুঞ্জবন । শিল্প -শৈলী – কাব্য কথা আর চিত্রকলার সাথে মানুষের আত্মার নিবিড় বন্ধনের তীর্থ স্থান – খোলা আকাশের নিচে সবুজ প্রান্তর ছিল আবাল-বৃ্দ্ধ-বনিতা আর প্রানী / বিহংগ বৈচিত্রের মিলন মোহনা । সেই বন বনানী সবুজ চত্ত্বর উজাড় হয়ে সেখানে এখন গড়ে উঠছে তথাকথিত নগর সভ্যতার আদলে আধুনিকতার কংক্রিট সাম্রাজ্য । সবুজ প্রান আর আবহমান বাঙ্গালী জীবন ধারা তথা গ্রাম বাংলার কারু স্থাপত্য শৈলীর নিপুন কারুকাজের ধারনা এখানে ইটপাথরের সুউচ্ছ ভবনের কারাগারে বন্দী হয়ে নিরবে ফেলছে অশ্রুজল ! তাহলে প্রশ্ন চলে আসে এসব জাতীয় প্রতিষ্ঠান গুলো কি শুধুই তথাকথিত মিশ্রিত নাগরিক সভ্যতার সম্পত্তি ! নাকি যে বাংলাদেশ সবুজে –শ্যমলে –মিশানো উদার প্রাকৃতিক সৌন্দর্যের কোলে জীবন ও জীব বৈচিত্রে ঘেরা ছবির মত চিরন্তন গ্রাম , তার সম্পত্তি সেটা অন্তর দিয়ে গভীর ভাবে উপলব্ধি করার সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুত – আমরা আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক জীবন ধারার ধ্যান- ধারনার শেকড় থেকে বিচ্যুৎ হয়ে – হয়ে পড়ছি উভাস্তু – অভ্যস্ত হয়ে পড়ছি আধুনিকতার নামে আমদানীকৃৎ যাযাবর সাংস্কৃতির পরগাছা জীবন ধারায় । সময় কিন্তু বড় কঠিন এবং নির্মম শক্তির আধার – ঘুর্নবর্তের এই ধরনীতই একদিন সে বুঝে নেব সব কিছু কড়ায় গন্ডায় ! এটা শুধু শিল্পকলাই শুদু সীমাবধ নয় বেশীর ভাগ ক্ষেত্রেই এটা বাস্তবতা !
যাই হউক এরি মাঝে চলছে এখন শিল্পকলা একাডেমীর ইট পাথরে ঘেরা জাতীয় চিত্রশালায় চলছে চিত্রকর ও চিত্র শিল্পীদের জাতীয় চিত্রকর্ম ও শিল্পের প্রদরশনী । গতকাল ১৯ সেপ্টম্বর ২০২১ সালে কিছু সময় কাটিয়েচিলাম সেখানে তুলেছিলাম কিছু ছবি
© আবদুল মালেক বাবুল এফবিপিএস ,এফবিপিএস সন্মান
© Abdul Malek Babul FBPS Hon FBPS
Cell : 01715298747 , 01305269349