বয়স যাচ্ছে কমে
Age is decreasing.
বয়স যাচ্ছে কমে পবিত্র রমাদানের, মুয়াজ্জিনের আযানের
পবিত্র শাবানের চাঁঁদের, বিহংগ কলতানে মুখর কুঞ্জবনের
বয়স যাচ্ছে কমে মগডালের আড়ালে সমুধুরকন্ঠী কো্কিলের
বয়স যাচ্ছে কমে বাসন্তী রঙ্গে রাঙ্গানো ঋতুরাজ বসন্তের
বয়স যাচ্ছে কমে ভোরের আকাশে স্বাক্ষী নীল ধ্রুব তারার
বয়স যাচ্ছে কমে নির্জন বনানীর বুকে মৃদুমন্দ সমীরনের
বয়স যাচ্ছে কমে অথৈ সাগর সৈকতে আছড়ে পড়া দুধ রাঙ্গা ঢেউয়ের
বয়স যাচ্ছে কমে নীলি্মার নীলে ভাসমান শুভ্র মেঘপুঞ্জের
বয়স যাচ্ছে কমে মানব প্রেমের,জীববৈচিত্রে ভরা রুপসী বাংলাদেশের
মাসান্তে ফিরে যাবে সবাই একসাথে রাঙ্গা গোধূলীর লাল রঙ গায়ে মেখে
আবার আসিবে ফিরে সবি রোমাঞ্চিত রজনী শেষে
অরুনোদয়ের অগ্নিস্বাক্ষী হয়ে নবরুপে নবপ্রত্যাশায়
আদিম প্রকৃতির উদারতায় সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা জগতে
নবজাতকের চিৎকারে ঘাস ফড়িংয়র শিশিরে ,সাগরের নীল জলে
তারা ভরা নীলিমার বাসর ঘরে, শুভ্র বকের ডানায় চড়ে, আগামীর পথে








