পৃথিবীর জীবন গোলাপ শয্যা নয়
life in the earth is not a bed of roses
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
মানুষ মহান আল্লাহর অবাধ্য (গন্ধম) হওয়ার কারনেই তিনি কতৃক স্বর্গ থেকে পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছে, সাথে দিয়েছেন শয়তান ! তাই পৃথিবী সুখের নয় বরং পরকালের অনন্ত সুখ-শান্তি চাষাবাদের জমিন – আমিন
Because man disobeyed Allah Almighty (Gandham), He cast him from heaven to earth, along with Satan! Therefore, the earth is not a place of happiness, but a land of cultivation of eternal happiness and peace in the hereafter – Amen
্্্্্্্্্্্্্্্্্্্
একদিকে ধর্ষিতা শহীদ কন্যা আছিয়াদের লাশের ঘরে হাহাকার!অন্যদিকে দেশ স্বাধীনতা বিধ্বংশী দানবের হেলিকপ্টার- শোকের মাতমে শকুন হায়েনার অট্রহাসির বাহার – অভিশাপ দাও তুমি জুম্মাবার , শয়তানের মসনদ জেলে পুড়ে কর ছারখার !
…………………………………………
https://www.facebook.com/phoenixsarker/videos/1665440207404611
https://www.facebook.com/shakaymuni.shakaymuni/videos/1850708922398964
https://www.youtube.com/watch?v=vZ5GoxdiG7k
………………………………
ক্ষমা করো ধর্ষিতা বংগ কন্যা শহীদ আছিয়া
Forgive the raped Bengalee daughter , Shaheed Achia.
ক্ষমা করো ধর্ষিতা বংগ কন্যা শহীদ আছিয়া – ক্ষমা করো শত সহস্র ধর্ষিতা শহীদ শিশু-কন্যা-জায়া-জননী -তোমরা সবাই নষ্ট সমাজ , নষ্ট মানব নামের দানব , নষ্ট রাজনীতি , নষ্ট ক্ষমতা ,নষ্ট সভ্যতা-ভন্ড মনবতা আর লোভ লালসার স্বীকার -তোমাদের মৃ্ত্যু সংবাদে উল্লাস নৃত্যের তালে তালে সুরা সাকী নারীর নেশায় উন্মাতাল হয় ৫২ থেকে ৭১,৭৫ হয়ে ২৪শের হায়েনার জলসাঘর ! তোমাদের অভিশাপে কেঁপে উঠে মাংশাষী মানুষ, অসভ্য বিবেক , দেশ , ইতর পৃথিবী – তোমদের বুকের আগুনে নীরব নিথর আর্তনাদে ভয়ংকর অগ্নুৎপাতে হঠাৎ জলে উঠে সব সুপ্ত আগ্নেয়গিরি , তোমদের নিস্পাপ ক্ষত-বিক্ষত শরীর আর আর হৃৎপিন্ডের রক্তক্ষরনে জলন্ত লাভায় তৈরী হয় এক অলৌকিক লাল-সবুজ নন্দন কানন – ফুটে উঠে অজস্র স্বপ্নের লাল গোলাপ -তোমরা জেগে রবে চিরকাল এক সাগর রক্ত আর অগুনতি নিস্পাপ মা-বোনের সভ্রম বিসর্জনের দামে কেনা আমাদের রুপসী বাংলা মায়ের হৃৎ মাঝারে , নবজাতকের প্রথম চিৎকারে চিরকাল …।।
তাইতো বলি –
খুন করো যতবার
জন্মাবো বার বার
Kill as many times as possible
we will be born again and again
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
খুন করো যতবার
জন্মাবো বার বার
দারুন সূর্য হবো
হবো আগ্নেয়গিরির অগ্নুৎপাত
জেলে পুড়ে সব করে দেবো ছারখার
ধরণীর বুকে জাগাবো আবার সৃষ্টি সূ্খের উল্লাস
উড়াবো চির নতুনের বিজয় কেতন ।
…………………………………………….
https://www.facebook.com/phoenixsarker/videos/1665440207404611
https://www.facebook.com/shakaymuni.shakaymuni/videos/1850708922398964
https://www.youtube.com/watch?v=vZ5GoxdiG7k






