হেলাল হাফিজ:
কবিতায় একবার বলেছিলাম—
বেঁচে আছি একা নিদারুণ সুখে। ‘যে জলে আগুন জ্বলে’র একটা কবিতা শুরু হয়েছে এভাবে—
কোনো প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয়
কোনো প্রাপ্তি দেয় না পূর্ণ তৃপ্তি
সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে
গোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা।
মানুষ যতই পায়, আরও থাকে চাহিদা। তৃপ্তি মিটে না। আবার কিছু কিছু মানুষ অনেক কিছুই না পেয়েও তৃপ্ত।