* আমি বাংগালী – রয়েল বেঙ্গল টাইগার
আমি মহা বিদ্রোহী এক হুংকার
আমি সৌর শক্তি চুরমার করিয়া
স্বাধীনতার বুকে বাঁধি ঘর
আমি জলন্ত সুর্যের চোখে রাখি চোখ
আমি দেশাত্মবোধের মঞ্চে মানবিক ঝংকার
আমি রয়েল বেঙ্গল টাইগার
আমি ধ্বংশের মাঝে সৃষ্টির দুরন্ত আবেগ
আমি বাঙ্গালী বাংলার
জগতের বুকে ছুটে চলি সময়ের আগে আগে
ছড়াই দুরন্ত প্রেমের গতি বেগ …… ।।