*আমি আছি মানুষের মাঝ খানে – ভালোবাসি আমি মানুষকে
ভালবাসি আন্দোলন – ভালো্বাসি চিন্তা করতে
আমার সংগ্রামকে আমি ভালো্বাসি
আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসীন
যে সমুদ্র সব থেকে সুন্দর – তা আজও আমরা দেখিনি
সব থেকে সুন্দর শিশুটি আজও বেড়ে ওঠেনি
আমাদের সব থেকে সুন্দর দিন গুলো – আজও আমরা পাইনি
মধুরতম যে কথাটি আমি বলতে চাই
সে কথা আজও আমি বলিনি
শি্ল্পোত্তীর্ন যে ছবিটি বদলে দিবে কাল থেকে মহাকাল
সে ছবিটি আজও আমি তুলিনি বা তুলতে পারিনি ……………।।
১৩ মে ২০২০