*
আজ আঁধারে প্রাতঃভ্রমনে বৃষ্টি এসেছিল ভুবনে
বহুদিন পরে ভিজেছি আমি বনানীর সাথে সংগোপনে
গেঁথেছিলাম অজস্র স্মৃতির মালা নস্টালজিয়ার বিনি সুতোয়
মৃদু্মন্দ সমীরনে ডেকেছিল দেয়া কৃষ্ণ মেঘের আড়ালে
ভেজা কাক দুটো ছিল মত্ত তমাল ডালে উষ্ণ আলিঙ্গনে
আমার বুকে নেচেছিল নীলিমা আপন মনে প্রণয় নিবেদনে
সৃজন ছন্দের দোলায় কেঁপেছিল নিসর্গ আপন ভোলা
হৃদয় ক্যানভাসে বসেছিল পসরা সাজিয়ে নন্দনের মেলা
প্রানে প্রানে মিলেছিল হাজার বছরের চিত্রকলার সাথে
শত বর্ষ নির্জতায় অঝোর কাব্য কলা …
……………………………………………………….
সুপ্রভাত বাংলাদেশ – সুপ্রভাত বসুমতি
good morning bangladesh –
good morning planet