আজি প্রভাতে নীলিমার বুকে তোলপাড়
the storm colors on the heart of vast sky
আজি প্রভাতে নীলিমার বুকে তোলপাড়
রঙের পরে রঙের অলৌকিক নাচন বার বার
স্রষ্টার মাঝে সৃষ্টির সত্ত্বা সব মিলে মিশে একাকার
আমি ছিলাম তারি মাঝে হৃদয় জুড়ে উত্তেজিত কাঁপন
ফোটনের তুলিতে শুরু করেছিলাম আঁকা নিস্বর্গের সেন্সরে
অতি প্রাকৃত পেন্সিল তুলেছিল ঝড় কাব্য-কলার সাগরে
আমি প্রান ভরে দেখেছিলাম বিশালের রাজ্যে
রোমাঞ্চিত রংঙ্গ মেলার আধ্যাত্মিক পরিবর্তন
হারিয়ে গিয়েছি মগ্ন চৈতন্যে আমি, কখন কোন কল্পলোকে
বাকরুদ্ধ আমি কেঁপেছি শুধু মহা স্রষ্টার ইশারায় সৃজন ছন্দে আনন্দে
দেখিয়াছি অজস্র রঙের বিবর্তন নীলিমার সাথে উষ্ণ আলিঙ্গনে
দেখিয়াছি যত প্রান ভরে ,আঁকিতে পারি নাই কিছু আলোর সেন্সরে
কিছুই লিখিতে পারি নাই কাব্য কলায় , প্রান ভরে !!
the miracle vast of universe
at the dark dawn today
i was the witness of that changes illusion
i have seen the dances spiritual colours
i have drawn that with photon brush
on the heart of sensor of nature
how much beauty i have enjoys
nothing have drawn , nothing have written !
#today the 4th dec 21 from 5:40 am – 6:10 am – during my morn walks at senakunjo