
৫২ থেকে ৭১ এর সুদীর্ঘ রক্তাক্ত পথ পরিক্রমায় তুমি নির্মান করেছো আমার স্বপ্ন – আমাদের সপ্ন – সার্বজনীন বাঙ্গালীর স্বপ্ন । স্বাধীনতার স্থপতি – মহান কবির কাব্যদ্রোহে এক সাগর রক্তের বিনিময়ে তোমার জন্ম হে প্রিয় মাতৃভুমি বাংলাদেশ ।
স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ২৬ মার্চ ২০২১ এর উদযাপনে তোমাকে সালাম …।
৫২ থেকে ৭১ এর সুদীর্ঘ রক্তাক্ত পথ পরিক্রমায় তুমি নির্মান করেছো আমার স্বপ্ন – আমাদের সপ্ন – সার্বজনীন বাঙ্গালীর স্বপ্ন । স্বাধীনতার স্থপতি – মহান কবির কাব্যদ্রোহে এক সাগর রক্তের বিনিময়ে তোমার জন্ম হে প্রিয় মাতৃভুমি বাংলাদেশ ।
স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ২৬ মার্চ ২০২১ এর উদযাপনে তোমাকে সালাম …।
you are the weaver of my dream – our dream and the dream of universal bangalee . oh! my motherland bangladesh we achieved through the declaration of the architect and the great poet of independence by sacrificing a ocean of bloods !
salute you for ever on the grand celebration of golden jubilee of independence 26 march 2021
মহান স্বাধীনতার রজত জয়ন্তীর অরুনোদয়ে অগ্নিস্বাক্ষী জব্বার বয়াতির
স্বাদের একতারা আমি বংলা এদেশ বিনে নাই আমার কোন ঠিকানা
…………………………………………………………………………..
*এইখানে ঠিক এই মঞ্চে দাঁড়িয়ে ১৯৭১ এর ৭ই মার্চ জন সমুদ্রের মাঝ থেকে স্বাধীনতার কবি বংগবন্ধু শেখ মুজিব তর্জনী আকাশে মিশিয়ে বজ্র কন্ঠে স্বরচিত আবৃত্তি করেছিলেন স্বাধীনতার অমর কাব্য (৭ই মার্চের ভাষন) থেকে – “ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম – এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ।“
সেদিন থেকেই মুলত বাংলাদেশ চলমান অসহযোগ আন্দোলন স্বাধীনতার চুড়ান্ত লক্ষ্য পথে দ্রুত জোরদার হতে থাকে। এরই মাঝে আলোচনার প্রহসন নাটকের অবসান ঘটিয়ে জল্লাদ ইয়াহিয়া খান আর ভুট্টোর রাতের আঁধারে পলায়ন এবং সর্বকালের সেরা মানব বিদ্ধংশী হায়েনা জেনারেল টিক্কা খানের
আগমন এবং ২৫শে মার্চের কাল রাতে তারই নেতৃত্ত্বে অপারেশন সার্চ লাইটের নামে ঘুমন্ত নিরস্ত্র বাংগালীর উপর অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানী হায়েনা সৈন্য দল । শুরু করে ইতিহাসের নৃশংস তম গনহত্যা ! অজস্র নীরিহ বাংগালীর লাশ আর পোড়ামাটির বাংলাদেশের ধ্বংশস্তুপ আর প্রতিরোধের আগ্নেয়গিরির চুড়ায় দাঁড়িয়ে মহান নেতা – স্বাধীনতার কবি বংগবন্ধু শেখ মুজিব সেই কাল রাতের দ্বিতীয় প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন এবং বিজয় অর্জন না হওয়া পর্যন্ত চুড়ান্ত মুক্তিযুদ্ধ চালিয়ে যাওয়ার আহবান জানান । এর পরপরই পাকিস্তানী সামরিক জান্তা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মহান নেতা বঙ্গবন্ধুকে বন্দী করে পাকিস্তানের কারাগারে নিয়ে যান ।
মহান নেতার মুক্তিযুদ্ধের আহবানকে আদেশ হিসেবে শিরধার্য করে এবং মাতৃভুমিকে হৃদয়ে ধারণ করে আপামর বাংগালী জনতা মুক্তিযুদ্ধের গতিকে দিনে দিনে প্রচন্ড থেকে প্রচন্ডতর করতে থাকে । দীর্ঘ নয় মাস মরন পণ যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদের আত্ম দান এবং তিন লক্ষ মা বোনের সভ্রম হানির বিনিময়ে এক সাগর রক্ত পেরিয়ে বীর বাংগালী চুড়ান্ত বিজয় অর্জন করে । ১৯৭১ এর ১৬ই ডিসেম্বর নৃশংস গনহত্যাকারী পাকিস্তানী সামরিক জান্তা ও তাদের এদেশীয় সহযোগী বাংগালী নামের কুলাংগার মীরজাফর রাজাকার , আলবদর ,আলশাম্স মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে এই পবিত্র মঞ্চেই আর্ত সমর্পণ করে । সেদিনের সেই রেসকোর্স ময়দান আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যান ।
১৯৭১ এর স্বাধীনতার কবি ও স্থপতি বংগবন্ধু এবং বাংগালীর বাংলাদেশের সেই ঐতিহাসিক পবিত্র মঞ্চটি আজ আকাশ ছোঁয়া স্বাধীনতা স্তম্ভ ,আর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ভান্ডার সম্বলিত স্বাধীনতা যাদুঘর দ্বারা সুশোভিত সমৃদ্ধ । যাদুঘরের দেয়ালে খোদিত হয়েছে একদল শিল্পীর নান্দনিকতায় বীর বাংগালীর চিরায়ত দুর্বার আন্দোলন , সংগ্রাম ( তেভাগা আন্দোলন থেকে মহান ভাষা আন্দোলনের সিঁড়ি বেয়ে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের চুড়ায় অবস্থান) স্বাধিকার থেকে স্বাধীনতা অর্জনের ধারবাহিক মুরাল চিত্র । এ চিরন্তন স্বাধীনতা মঞ্চ বাংগালী প্রজন্ম থেকে প্রজন্মান্তরের জন্য প্রেরনাবাহী এক মহামূল্যবান তীর্থ স্থান । তাবৎ পৃথীবির স্বাধীনতাকামী জনতার দুর্ভেদ্য আনদোলনের অপরাজেয় ঠিকানা ।
এই মহান ঐতিহাসিক মঞ্চের অনতি দূরেই জ্বলছে শিখা চিরন্তন – অগনিত পবিত্র শহীদি আত্মার জলন্ত প্রদ্বীপ , যার মাথার উপর বিশাল আকাশের বুকে বীর দর্পে পত পত করে উড়ছে এক সাগর রক্তে ভেজা লাল সবুজ পতাকা – সংশপ্তক বাংগালীর বীরত্ব গাঁথার পুঁথি …………।।
*স্বাধীনতার সুদীর্ঘ পথে বীর বাঙ্গালীর অর্জনের মোহনায় দাঁড়িয়ে মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী সুভেচ্ছা জগৎবাসিকে : মহান স্বাধীনতা দিবস ২০২১ ।
*greetings of 50 years anniversary of independent Bangladesh
2021
A Long Way to Freedom
The people of Bangladesh discovered their identity through the Language Movement in 1952. The struggle to establish their identity and national spirit began soon after 1947, when the British left India dividing it into two countries: India and Pakistan. Bangladesh, then East Pakistan, was part of Pakistan, which was put together by combining two geographically, culturally, and linguistically separate groups of people. The people of Bangladesh soon realized that being a part of Pakistan, which was created on the two nation theory, there was little scope for the distance culture of Bangladeshis to flourish. The Bangla language was the most important vehicle of the cultural expression for the people of this land. The refusal of the central government in West Pakistan to grant official status to the Bangla became the focal point of struggle.
The contradiction of the two Pakistans , the racial oppression and the exploitation of the West over the East was gradually unveiled. The struggle for the consciousness of identity and cultural freedom which began with the advent of the student movements of the 60’s gained momentum in the mass movement of non-cooperation in 1969. Though it brought about the fall of a mighty military ruler like Ayub Khan, the ultimate goal of self-rule was not achieved. After this, came the election of 1970 with absolute victory of Sheikh Mujibur Rahman.
In the elections of December 7, 1970 the Awami League won 160 out of 162 seats in East Pakistan, all but two, and would have had a clear majority in the new assembly had it been convened. Sheikh Mujibur Rahman became the majority party leader of the Pakistan National Assembly .
The military rulers of Pakistan refused to allow the Awami League to form a government. A heinous conspiracy was plotted by the then Pakistani military dictator Yahya Khan along with Zulfikar Ali bhutto. Even though a conspiracy was being planned, General Yahya Khan was careful not to let this be known. On the 13th of February he announced that on the 3rd of March there would be a session of National A ssembly in Dhaka. Everyone began to eagerly await that day. Major General Ziaur Rahman on behalf of Bangabandhu Sheikh Mujibur Rahman, announced the declaration of independence from Kalurghat Radio Station. A full scale movement of non-cooperation with the military government began on the 26th of March, 1971 which is celebrated as the Independence Day every year. Thus Bangladesh plunged into a gory war seeking its own birth.
The Pakistan Army began their genocide by attacking the innocent Bangaladeshis of Dhaka city. The dwellers of Dhaka city never confronted such unimaginable cruelty. The Pakistani army systematically massacred 35,000 Bengali intellectuals and unleashed a brutal war against the Bangalees of East Pakistan to prevent their aspire of independence. But the brave people of this beloved land did not let the dream encircled flag of red and green fall down to dust.
During the nine month struggle which ensued an estimated three million Bengalis died and and ten million refuges fled into India. Sheikh Mujib was imprisoned in west Pakistan. A Bangladesh Government in exile was established. The Bangalees started a smart and courageous guerrilla warfare. At one point, India also got involved in the war. The actual military campaign of India took place in December and lasted only ten days. The Indian Army launched a massive offensive against the Pakistani forces to support the Bangladesh movement. On December 16, 1971, the Pakistan army surrendered.
আমার সোনার বাংলা – আমি তোমায় ভালো্বাসি
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রানে
ওমা আমার প্রানে বাজায় বাঁশি
photography is the power to keep the time in live annals for ever
আমরা সূর্যের বুক ছিঁড়ে ছুটে চলি দুরন্ত অশেষ
আমরা সাধারন মানুষ -অমর অজেয় বাঙ্গালী
আমরা গড়িব সোনার বাংলা – আমরাই বাংলাদেশ ।।
we are running
across the heart of solar at timeless
we are the immortal hero of rebel
we are bangalee – the unrival Bangladesh
স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপনের বাংলাদেশ ২০২১
মুজিববর্ষের বাংলাদেশ ২০২০- ২০২১
Celebrating Bangladesh 50 years of independence 2021 :
celebrating Mujib borso 2020-21
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু , জয় দেশপ্রেমিক জনতা , বাংলাদেশ চিরজীবি হউক ।।
https://bimboophoto.com/
© আবদুল মালেক বাবুল এফবিপিএস ,এফবিপিএস (সন্মান)
© Abdul Malek Babul FBPS , Hon FBPS
https://bimboophoto.com/ : 01715298747
* Professional , Fine art photo artist *Teacher *Organizer
*Dream weaver * Creator & documentary expert
*National and Internationally renowned leading photo artist
* Achieved more than thirty national & international awards
including Gold , Grand & First prizes along with
exhibited photographs in home and almost every continents
around the world
*published fine art photographs in different
prestigious international and national publications
*প্রাক্তন অধ্যক্ষ , বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট (বিপিআই)
Former Principal of Bangladesh Photographic Institute BPI
*প্রাক্তন সহসভাপতি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)
Former vice president of Bangladesh Photographic Society BPs
*ফেলো এবং আজীবন সদস্য বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস
Fellow and Life member of Bangladesh Photographic Society BPS
*প্রাক্তন প্রতিরক্ষা কর্মকর্তা (বেসামরিক) মেডিকেল ফটোগ্রাফি বিভাগ
আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস ঢাকা সেনানিবাস ,
Former defence officer (civil) medical photography division