creativity and creative paradise
always dancing in my mind
………………………………
জন্ম-মৃত্যু মৃত্যু করে দান সর্বশক্তিমান
সুতরাং তাঁর কাজ তিনি করবেন
আমরা মানুষ সৎ কর্মযজ্ঞে করবো আত্মদান
স্রষ্টার সুতোয় বাঁধা গুড্ডি তার গুনে হবো গুনী
সৃষ্টি সুখ আর উদ্ভাবন উল্লাসে কাঁপাবো ভুবন
তাই মরন তুমি আমার আনন্দ উচ্চাস, করিনা ভয়
মারো যতবার জন্মাবো আবার-হবো দারুন সূর্য
অসৎ -অনাচারী দানব , সাধু-শয়তান
পাঠাব সব হাবিয়া দোযখে, হবো রণ তুর্য
বসুমতি হবে নিটোল শিল্পের অনবদ্য চিত্রপট
আগামী শিশুর অবাধ বিচরন ক্ষেত্র-কবিতার সাম্রাজ্য
সুতরাং হে মরন তুঁহু তুচ্ছ মম গহীনে , হাসি চির অমলিন ।।
২৪ জানুয়ারী ২০২২ঃ সকাল ৭ঃ০০
© আবদুল মালেক বাবুল এফবিপিএস ,এফবিপিএস (সন্মান)
© Abdul Malek Babul FBPS , Hon FBPS
01715298747