স্বাধীনতা তুমি শৈশব সরোবর
the long way freedom

the human is now the slave of digital kingdom
by loosing the spirit, emotion and freedom
………………………………
স্বাধীনতা তুমি শৈশব সরোবরে এক অবাধ সাঁতার
স্বাধীনতা তুমি কৈশোর পেরিয়ে তারুন্যের উচ্চাস
স্বাধীনতা তুমি অবারিত যৌবনের অনবদ্য দোলা
স্বাধীনতা তুমি বিজয়ের উল্লাসে কাঁপা সুদীর্ঘ নিঃশ্বাস
স্বাধীনতা তুমি আর জনমের হংস মিথুন
স্বাধীনতা তুমি শহীদের প্রিয় পবিত্র মাটি ,বুক নিঃসৃত তাজা খুন
স্বাধীনতা তুমি নোলক বিসর্জিত বোন , গোলাপ হারা প্রেম
স্বাধীনতা তুমি এক সাগর রক্তের গহীনে ত্রিশ লক্ষ প্রান
স্বাধীনতা তুমি দেশপ্রেমিক আপামর জনতা
স্বাধীনতা তুমি বঙ্গবন্ধু,নজরুল, সুকান্ত, কবিগুরু
আর সামছুর রাহমানের অঝোর কবিতা, অবিনাশী গান
স্বাধীনতা তুমি ক্যামেরার বুকে রাইফেল, প্রতিবাদের স্বচিত্র গর্জন
স্বাধীনতা তুমি তুলির আঁচড়ে চিৎকার ,কলমের ডগায় আপোষহীন
স্বাধীনতা তুমি সুরের মুর্ছনায় আকাশ-বাতাস-প্রকৃতির ভাষা
স্বাধীনতা তুমি দুর্গম অমানিশায় থই থই পুর্নিমা
স্বাধীনতা তুমি মমতাময়ী মায়ের বুকে রাঙ্গা প্রভাতের নবারুন
স্বাধীনতা তুমি আদিগন্ত জোড়া রাংগা গোধূলী,অসীম এক নীলিমা।
০৫ ফেব্রু ২০২২
photo credit :Nakib ahmed