বিশ্ব আলোকচিত্র দিবসের ১৮২ তম আড্ডায় জম জমাট স্মৃতিচারন
world photography day 2021-
বেগার্ট ফোরাম
গতকাল ১৯ আগষ্ট ২০২১ এর সন্ধ্যায় বসেছিল বহুদিন পর বসেছিল পুরনো নতুন মিলিয়ে আলোর পাখিদের এক জমজমাট স্মৃতচারন মুলক এক জম জমাট আড্ড । বাংলা দেশ তথা বিশ্বের আলোকচিত্র বিষয়ে ছিল প্রানবন্ত আলোচনার অবতারনা। কোভিড ১৯ এর বন্দীদশা কাটিয়ে এ আড্ডা ছিল বাঁধ ভাঙ্গা আনন্দের এক মিলন মোহনা । বাংলাদেশে ফটোগ্রাফি আন্দোলনের দীর্ঘ পথ পরিক্রমার নানা বিষয় ছিলএ খোলা মেলা আলোচনার প্রান স্পন্দন এর সাথে যুক্ত হয়ে আলোচনার কলেবর বৃদ্ধি করেছে বাংলা দেশের আলোকচিত্র আন্দোলনের ভবিষ্যৎ কর্মযজ্ঞ নিয়ে পরিকল্পনা সমুহ। সত্যি কালকের আলোচনার আড্ডাটি ছিল দীর্ঘ বিরহের পর এক প্রনয় মিলনের সন্ধ্যা ।
photo credit : shibly and parlya
19 aug 21 begart institute , dhaka,bangladesh