* *
সাত বছরের কৃষ্ণ কালো মেয়ে ফাতেমা – দেখা হয়েছিল গত কাল পৌষ সঙ্ক্রান্তির মেলা, বলধরা মানিক গঞ্জে – পড়ে স্থানীয় একটি হেফ্জ মাদ্রাসায় – বোরখায় ঢাকা পুরো শরীরের ফাঁকে শুধু বের হয়ে আছে অদ্ভুত দুটো ছোখ – বার বার ছবি তুলতে ছেয়ে ব্যর্থ হচ্ছিলাম – সাথে ছিল একই বয়সের বান্ধবী সুমি – ওর কথাও রাখলোনা – পরে সুমিকে বললাম তো্মার হাতের লাল গোলাপটা সুন্দর করে ধরো – এরপর সুমির কিছু প্রতিকৃতি তুলে তাকে দেখাতে থাকলাম- ফাতেমা তখন ছুটে এসে বল্লো আমিও দেখবো – আমি বললাম আগে তোমার ছবি তুলতে দাও , তার পর দেখাব – তখন বল্লো আমার মাদ্রাসার হুজুর এবং আমার মা ছবি তুলতে নিষেধ করেছে- তাই আমি তুলবোনা ! পরে মাথায় এলো আলোকচিত্রের ঐশ্যরিক শক্তি কাজে লাগাই – কাছে ডেকে ওর মাথায় হাত রেখে বললাম দেখো তো্মার বান্ধবীর ছবি – ছবি দেখে মেয়েটি বলে উঠলো ‘ওমা কি সুন্দর ছবি’ ! দেখলাম ওর ছোখে মুখে অদ্ভুত এক আধ্যাত্মিক উচ্চাস ফুটে উটলো এবং আমি জিজ্ঞেস করার আগেই বল্লো কাকু আমিও ছবি তুলবো – আমার ছবি তোলেন, তারপর ওর অনেক গুলো ছবি তুলে শেষ করতে চাইলাম বল্ল না আরো তোলেন!
তারপর দুই বান্ধবী মিলে প্রান ভরে ক্যামে্রার ডিস্প্লেতে প্রান ভরে দেখলো সব ছবি আর আমি নির্বাক তাদের স্বরগীয় আনন্দ উপভো করছিলাম – মনে মনে বলেছিলাম হে আলোকচিত্র তুমি কত ঐশ্বরিক শক্তিতে উদার এক সম্মোহিনী শিল্প সত্ত্বা । মিশে থাকো আমার রক্ত মাংশে আরও বিলীন হয়ে – থাকো আমরন আমার সৃজন আকাশে …।
https://bimboophoto.com
© আবদুল মালেক বাবুল এফবিপিএস ,এফবিপিএস (সন্মান)
© Abdul Malek Babul FBPS , Hon FBPS
https://bimboophoto.com/ : 01715298747