* জন্মই কীর্ত্তির পথ পেরিয়ে এক সময় পায় মৃত্যুর মাঝে অমরত্ত্বের স্বর্গ বাগান ..*
and
at one time it gets the paradise of immortality
in the midst of death
*জন্মই কীর্ত্তির পথ পেরিয়ে এক সময় পায় মৃত্যুর মাঝে অমরত্ত্বের স্বর্গ বাগান ..*
*Birth crosses the path of fame and at one time it gets the paradise of immortality in the midst of death ..*
আলোর খেলা সাংগ করে এক বছর আগে ঠিক এই দিনে নিভেছিলো এক নক্ষত্রের আলো! নাম তার সাঈদা আপা । আমার – আমাদের সবার সার্জনীনন এক প্রিয় মুখ ।
আলোকচিত্রের আলোয় যিনি দুর্দন্ড প্রতাপে রাংগিয়ে দিয়েছিলেন বাংলা ভারতীয় উপমহাদেশের ভুবন । বাংলাদেশের প্রথম নারী আলোকচত্রী এবং আলোকচিত্র সাংবাদিক ছিলেন চির কিংবদন্তী আমাদের সবার পরম শ্রদ্ধেয় প্রিয় মুখ সাঈদা খানম – একুশে পুরস্কার বিজয়ী সাঈদা আপা । বেগম পত্রিকা , কবি নাসিরুদ্দিন বাংলাদেশ থেকে বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ত্ব সত্যজিত রায় ভারতবর্ষ পর্যন্ত ছিল যার অবাধ বিচরন – সেই মহান আলোর বিহংগ বিশাল আকাশ থেকে নেমে চির অঘোর ঘুমে ঘুমিয়ে পড়েছেন বসুমতির কোলে ১৮ আগষ্ট ২০২০ তারিখে । এ খবর সেই সকালে আমাকে ভীষন মর্মাহত করেছিলো । আজ ১৮ আগষ্ট ২০২১ – সাঈদা আপার অমরত্ত্ব লাভের এক বছর পুর্ন হলো !
সাঈদা আপার পবিত্র বিদেহী আত্মা স্বরগের সর্বোচ্চ চুড়ায় পরম শান্তিতে বসবাস করুক পারলৌকিক জ্যোতির্ময় আলোর বন্যায় ; বিহঙ্গ খচিত শুভ্র নীলিমায় …… আ……… মি …ন …।।
।।