করোনা তো আসবেই বারে বারে!
Of course Corona will come again and again !
যে পৃথিবীতে আশি ভাগ মানুষের সম্পদ লুট হয়ে কুক্ষিগত হয় বিশ ভাগ মানুষের ভোগ বিলাসে – সেই পৃথিবীতেকরোনা তো আসবেই !
যে পৃথিবীতে দ্রুত বেড়ে যায় হিপোক্র্যাটের সংখ্যা জ্যামিতিক হারে সেই পৃথিবীতে তো করোনা আসবেই !
যে পৃথিবী্র বাতাস নিস্পেষিত নিস্পাপ ক্ষুদার্ত শিশুর আর্তনাদে ভারী হয় প্রতিমুহুর্তে – সেই পৃথিবীতে তো করোনা আসবেই !
যে পৃথিবী্তে রোজ রাতে ভার্জিনিটি বদলায় হাতে হাতে
সেই কিশোরীর অভিশপ্ত আর্তনাদের পৃথীবিতে করোনা তো আসবেই !
যে পৃথিবী্তে রাজশ্রী – হেলেন আর সুফিয়াদের নিতম্বে হুমড়ি খেয়ে পড়ে মুখোশধারী সভ্যতা আর ক্ষমতাধর মেকি নৈতিকতা – সেই পৃথিবীতে করোনা তো আসবেই !
যে পৃথিবীতে মানবতা নিধনে মহাপরাক্রমশালী যুদ্ধবাজদের খায়েশ মেটাতে আরও দশটা পৃথিবী গড়ার বাজেট ভরাদ্দ হয় বিধ্বংশী মারণাস্ত্র তৈরীতে – সেই পৃথিবীতে করোনা তো আসবেই !
অগুনতি মজদুরের রোদ্রে পোড়া তামাটে চামড়া আর রক্ত ঘাম লুন্ঠিত হয়ে গড়ে উঠে আকাশ ছোঁয়া প্রাসাদের ভেতর যে অনৈতিক ভোগের স্বর্গ – সে পৃথীবিতে করোনাতো আসবেই !
যে পৃথীবিতে জগন্য সব অপরাধ করে মানুষ লজ্জার বদলে দাঁত বার করে হাসে – সে পৃথিবীতে করোনাতো আসবেই !
যে পৃথিবীতে মানুষের ভেতরে দানবীয় আত্মা ভর করে ; হেরে যায় মানুষ প্রতি মুহুর্তে বিবেকের আদালতে – সে পৃথিবীতে করোনাতো আসবেই!
মানবের বহু মুখী নিস্পেষনে যে পৃথিবীর আকাশ পাতাল ভুমি দূষণের আগুনে পুড়ে ছাই হয় ! পৃথিবীর বুক চিরে নির্গত হয় অসহিষ্ণু যন্ত্রণার উত্তপ্ত গলিত লাভা – সে পৃথীবিতে করোনাতো আসবেই !
যে পৃথিবীতে সাজানো হয় ধর্মের নামে অধর্ম ব্যবসার বিশাল সব বিপনি বিতান – সে পৃথিবীতে করোনাতো আসবেই!
যে পৃথিবীতে মহান স্রষ্ঠার একত্মবাদ এবং তাঁর আদেশ বার বার উপেক্ষিত হয় ; নবী রসুল দেবতাদের মহান বাণী হয় ভুলুন্ঠিত – সে পৃথীবিতে করোনাতো আসবেই !
হ্যাঁ তুমি ঠিকই এসেছো মরণঘাতী করোনা ! এসেছো হঠাৎ করেই ! আসমানি গজব হয়ে – মহামারী ধ্বংশযজ্ঞে ছিন্ন ভিন্ন করে চলছো পৃথিবী নামের জগৎ সংসার !
তুমি এতটাই ক্ষুদ্রাতিক্ষুদ্র অণুজীব যে তোমাকে খুঁজে বের করতে মানব চোখের সাথে যোগ করতে হয় আরও কয়েকশ গুন লম্বা ছোখ !
অথচ তোমার আগমনে অত্যাধুনিক মারনাস্ত্র সজ্জিত পৃথীবির বুকে শুরু হয়েছে সহস্র গুন সেলসিয়াস তাপ মাত্রার জ্বর কম্পন ! সমুদ্রের দুর্বার সাবমেরিন এখন এ্যান্টারটিকার হিমশীতল বরফ খন্ড ! তারকা যুদ্ধের বিশাল আকাশ মিশে গেছে হাওয়ায় ! ভুমি থেকে বীর দর্পে আকাশে উড়ার মিশাইল গুলো পালিয়েছে পাতাল পুরীর রুপ কথায় !
তোমার ভয়ে পৃথীবি এখন গৃহবন্দী এক অসহায় জড় পদার্থ ! থেমে গেছে সব ক্ষমতা আর আভিজাত্যের বীর দর্প আর মহাদানবের নর্তন কুর্দন !
করোনা ! তুমি কি জানো তোমার প্রস্থানের অপেক্ষায় মানবের মাঝে ঘাপটি মেরে গর্তে বসে আছে সব সুযোগ সন্ধানী শয়তানের দল ! আবার পৃথিবী করিতে গ্রাস!
তবুও অনুরোধ করছি তোমায় করোনা –
পৃথিবীর বুকে বসবাস করা সিংহ ভাগ ক্ষুদার্ত আর মানবিক মানুষ যাঁদের অকৃত্রিম ভালোবাসার শ্রমে বেঁচে থাকে এ পৃথিবী – তাঁদের মুখ পানে চেয়ে তুমি আপাতত বন্ধ কর তোমার দুর্দমনীয় মৃত্যু ক্ষুদা !
ফিরে যাও তুমি করোনা – শুধু রেখে যাও সাম্যবাদ – রেখে যাও ভয় ! রেখে যাও ত্রাস !
নতুন এক পৃথিবী চিত্রিত হউক অন্তহীন সবুজের এক বিশাল ক্যানভাসে – আগামী শিশু যেখানে রাখতে পারে বিশুদ্ধ নিঃশ্বাসের বিশ্বাস ।।
# আবদুল মালেক বাবুল এফ বি পিএস , এফ বি পিএস (সন্মান)
০৭ মে ২০২০