………………………………………………………………………………
বাংলাদেশে আলোকচিত্র শিল্পের চর্চা , আধুনিকায়ন , সাংগঠনিক আন্দোলন প্রসারে বিপিএস নামক জাতীয় সংগঠন প্রাতিষ্ঠা সহ আলোকচিত্র বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাতিঘর বেগার্ট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি । আলোকচিত্রাচার্য এম এ বেগ প্রতিষ্ঠিত এই তীর্থ স্থানে গত কাল ১৯ জানুয়ারী ২০২২ সন্ধ্যায় “ বাংলাদেশের আলোকচিত্রের ইতিকথা ২০২২” নামের প্রকাশনার মোড়ক উন্মোচন উপলক্ষে একদল আলোকচিত্র শিল্পী , শিল্পী প্রজন্ম ও শুভাকাংখীদের এক আননন্দঘন মিলন মেলা । আমার কাছে সন্ধেটা বাস্তবতা ছাড়িয়ে ছিল স্মৃতি জাগানিয়া অন্য রকম এক আধ্যাত্মিক এবং অলৌকিক অনুভুতির পরশ ! আমি যেন অনুভব করছিলাম এবং দিব্য ছোখে দেখতে পাচ্ছিলাম আলোকচিত্রাচার্য বেগ স্যার এবং তাঁর সাথে তাঁর প্রিয় সুহৃদ সহকর্মী নাইব উদ্দিন, গোলাম মোস্তফা, কাজী মিজানুর রহমান , দেবব্রত চৌধুরী প্রয়াত এই আলো্কচিত্রাত্মা গুলো জীবন্ত কিংবদন্তী রুপে প্রানভরে দেখছেন তাঁদের নির্মিত শিল্পকর্ম গুলো “ বাংলাদেশের আলোকচিত্রের ইতিকথা ২০২২” নামের অনবদ্য , স্বচ্চ এবং সাবলীল প্রকাশনার পাতায় ! আর আমরা জীবিত আলোর পাখীরা কাব্য ,কথার কলতানে তাঁদের অভিবাদন জানাচ্ছিলাম সুনির্মল আনন্দ উচ্ছাসে ।
দীন মোহম্মদ শিবলীর সুদক্ষ তত্ত্বাবদান, সম্পাদনা এবং ইমতিয়াজ আলম বেগ সহ একদল শক্ত খুঁটি সংযুক্ত প্রকাশনা পর্ষদের পরিচর্যায় নির্মিত ও প্রকাশিত হয়েছে ২০২২ সালের পঞ্জিকা এবং আলোকচিত্র শিল্পকর্ম সংযোজিত অতি উন্নত মানের এই শিক্ষামুলক প্রকাশনা – যা যুগ যুগান্তরে সংরক্ষিত থাকতে পারে ব্যক্তি এবং পরিবার ছাড়িয়ে সর্বত্র ।
বিগত একাধিক বছর থেকে ধারাবাহিক ভাবে প্রকাশিত এই প্রকাশনাটির এবারের সংখ্যা নিয়ে আরও বেশী কলেবরে রিভিউ লেখার ইচ্ছা আছে প্রবল । আপাতত এপর্যন্ত ।
২০ জানুয়ারী ২০২২ ।