বসন্ত তুমি উদার প্রকৃতির অনবদ্য আশির্বাদ
oh Spring ! you are the storm of nature’s beauty and bounty
…………………………………………………….
বসন্ত তুমি উদার প্রকৃতির অনবদ্য আশির্বাদ
অসুন্দরের বুকে তুমি শুভ্র সুন্দর নান্দনিক তোলপাড়
ভরে দাও রঙ্গে -ঢংয়ে, রুপ-রস-গন্ধে বসুমতি হৃদয়
প্রান রসের বারি ধারায় সিক্ত কর জীব বৈচিত্রের প্রান
তোমার ছোঁয়ায় রোমাঞ্চের ঢেউ জাগে মরা গাঙ্গে
আকাশ বাতাস নীলিমার বুকে থই থই পুর্নিমা
এবার তুমি মহাপরাক্রমশালী সুন্দরী অপ্সরী চৌদ্দশ আটাশ করোনা-ওমিক্রন-দানবীয় ধ্বংশের বুকে সৃষ্টির মহাত্রাস
তুমি যুগল বন্দীর বিরহ বিধুর সাগরে মিলনের ঢেউ
তুমি ঋতুরাজ, দুরন্ত শিশুর অবচেতনে কৈশোরের উন্মাদনা
তুমি তারুন্যের একান্ত আপন ভুবনে যৌবনের উচ্চাস
তুমি বিধবার গহীনে আশা জাগানিয়া সঞ্চারী
তুমি প্রিয়তমার কুন্তল নৃত্য বন্যায় রাগ ভৈরবী
তুমি মমতাময়ী মায়ের আঁচলে আগামীর সম্ভাবনা
তুমি নব জাতকের সবুজ নিঃশ্বাসে অবাধ প্রেরনা
14 feb 2022
© আবদুল মালেক বাবুল এফবিপিএস ,এফবিপিএস (সন্মান)
© Abdul Malek Babul FBPS , Hon FBPS
https://bimboophoto.com/ : 01715298747
* Professional and Fine art photo artist *Teacher *Organizer
*Dream weaver * Creator & documentary expert
*National and Internationally renowned leading photo artist
*প্রাক্তন অধ্যক্ষ , বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট (বিপিআই