দেশাত্মবোধ হীন শিক্ষিত অভিজাত সভ্য সমাজ আর কতটা অসভ্য হলে আসবে মহা প্রলয় !
…………………………………………
ঐতিহাসিক ঢাকার ছবি তুলতে গিয়ে ঢুকেছিলাম আজ
সিপাহী বিদ্রোহে (১৭৫৭) শহীদর স্মরনে নির্মিত স্মৃতি সৌধের ছবি তুলতে – কিন্তু ! আমার ক্যমেরা তার ফ্রেমে কিছুতেই বেদীর নিচের অংশ তার ফ্রেমে যোগ করতে বার বার আপত্তি জানাচ্ছিল আমার বিবেকের দরজায় ! কারন সেখানে শুয়ে আছে ছিন্নমুল মানুষের সাথে কুকুর গলাগলি করে – সাথে নেশাখোরদের দারুন আড্ডা ! আমি ঘুরে ঘুরে চার পাশ দিয়ে উপরের অংশের ছবি তুলছিলাম – এক পর্যায়ে দেখলাম একজন নির্ভয়ে এবং অবাধে জল বিয়োগ করছেন শহীদ বেদীতে দাঁড়িয়ে স্মৃতি সৌদের গায়ে ! আর সামনেই এক দল পুলিশ সদস্য বসে গল্প করছে আর বাহাদুর শাহ পার্কে প্রাত ভ্রমনে আসা শিক্ষিত -ভদ্র-অভিজাত নারীর ভুড়ি কমানোর প্রতিযোগিতা উপভোগ করছে ! কাছে গিয়ে বললাম আপনাদের সামনে এই পবিত্র শহীদ বেদীর এই দুরবস্থা – আপনারা কি করছেন ! দেখলাম তেমন কানেনিচ্ছেনা আমার কথা – উল্টো আমাকে জিজ্ঞেস করল আপনার পরিচয়? এর মধ্যেই অন্যজন একটু রাগ হয়ে বল্লো আপনি থানায় গিয়ে কমপ্লেইন করেন ! এর মধ্যেই আমি যখন বললাম আমি একজন প্রাক্তন ডিপেন্স অফিসার ঢাকা সেনানিবাস এবং একজন সচেতন নাগরিক। তখন দেখলাম নড়ে চড়ে বসে তাদের অপারগতার স্বপক্ষে বিভিন্ন যুক্তি দেখানো শুরু করল – যা শুনার ধৈর্য এবং রুচি কোনটাই আমার ছিলনা ! সুতরাং অবাক বিস্ময়ে তাকালাম প্রভাতী ভ্রমনে ভুড়ি কমাতে আসা তথাকথিত শিক্ষিত – ধনী – অভিজাত এবং সভ্য সমাজের অসভ্যতার দিকে পবিত্র শহীদ মিনারের এ দুরবস্থার প্রতি তাদের নিদারুন এবং দায়িত্ত্বহী অবহেলা ! এক সাগর রক্ত সাঁতার পাড়ি দেয়া আমাদের মহান মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টরের ইতিহাস খচিত ভাস্কর্য সমৃদ্ধ ওসমানী উদ্যানের অবস্থা এর চাইতেও করুন!
সুতরাং একি অসভ্যের দেশ ! যন্ত্রনার একশেষ
এম্নি করে শেষ হয়ে যাচ্ছে আমাদের অতীত গৌরব
আমরা শালা সব কেতাদুরস্থ নিজেকে নিয়েই সদা ব্যস্ত
দেশ সমাজ বিবেক যাক গোল্লায়-আমিতো আছি বেশ
চারিদিকে চলছে ভোগবাদী উৎসব নৈতিক অবক্ষয়
সভ্য সমাজ আর কতটা অসভ্য হলে আসবে মহা প্রলয় !