কোভিড ১৯ টেষ্টের মত গনহারে যদি সততার টেষ্ট করা শুরু হয় তাহলে হয়ত দেখা যাবে ন্যুনতম কিছু এ্যানজেল ছাড়া বাকী সবাই ভয়াবহ রুপে সংক্রমিত !
If the test of honesty is started at a massive rate like the Covid 19 test,
then may be everyone except a few angels will be infected in a severe way !
অনিন্দ্য আহমেদ শামীম
………………………
পুলিশ বলছে লোকটা বেশি দেখায়া ফেলছে অথচ যদি পুলিশ থেকে বলা হতো পুলিশের দায়িত্বশীল হওয়ার দরকার ছিলো, তাহলে পরিস্থিতির উন্নতি হতো। এই চলমান বেতনকাঠামোতেই খুব সুন্দর ভাবে পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব সেটা পুলিশ চাইলেই দেখিয়ে দিতে পারতো। পুলিশ চাইলেই রাস্তায় কোন যানজট থাকতো না। পুলিশ চাইলেই এক দিনে ঢাকা হতো যানজটমুক্ত । একটি বাহিনী চাইলে সব অসাধ্য সাধন করে। আর সাধারণ জনগণ আইন মানেনা বলছেন! শুনেতো!, দেখুন মাস্ক পড়েছে, সীমকার্ড কিনেছে ভোটার কার্ডে, সয়াবিনের দাম বাড়লেও কিনছে, লাইনে দাড়িয়ে টিকা দিচ্ছে নিচ্ছে। শুধু ঠিকঠাক পরিকল্পনা করুন,জনসাধারণ তা শুনবে,মানবেও,মানছেও…
আবদুল মালেক বাবুল
……………………………।
সব ঠিক আছে শামীম । তবে এর বিপরীত চিত্রও লক্ষনীয় ভাবে আছে ! আমি সেদিকে যাবোনা – এই বিবিসি ভাইদের বছর চারেক আগে একটা পরিসংখ্যানে দেখেছিলাম – ‘এই ঢাকা শহরে যে রাস্তা আছে তা দিয়ে কোন রকমে ৩৫০০ র মত গাড়ি চলতে পারে অথচ সেখানে চলছে ১৩৫০০ গাড়ি এবং প্রতিদিন গড়ে ১৫০ টি গাড়ি নতুন ভাবে রাস্তায় যুক্ত হচ্ছে ! সুতরাং পুলিশ তো দূরে থাক অলৌকিক কিছু এসেও এই ট্রাফিক জ্যাম সামলানো সম্ভব নয় – তার উপর আমাদের বিবেকহীন বিবেক তো আছেই !
আর ঘুষ -দুর্নীতি – শোষন – প্রতারনা আমাদের মত সাধারন মানুষের উপর জগদ্দল পাথরের মত সব সময়ই ছিল এবং যা সব সময় উর্ধ গতিতে চলমান – পার্থক্য শুধু কেউ এই জগন্য অমানবিক এবং দেসাত্মবোধ ও বিবেকহীন কাজ গুলো রাস্তায় রোদে পুড়ে ,বৃষ্টিতে ভিজে করে! আবার অন্যরা করে শীতাতপ নিয়ন্ত্রিত বিলাস বহুল পরিবেশের আরাম কেদারায় বসে – কেউ আবার অফিস আদালতের ভাঙ্গা চোরা চেয়ারে চিপা চাপায় বসেও করে ।
পরিশেষে বলি কোভিড ১৯ টেষ্টের মত গনহারে যদি সততার টেষ্ট করা শুরু হয় তাহলে হয়ত দেখা যাবে ন্যুনতম কিছু এ্যানজেল ছাড়া বাকী সবাই ভয়াবহ রুপে সংক্রমিত ! তাই পবিত্র ধর্ম ইসলামেষ ভাষ্য অনুযায়ী ‘পৃথীবিতে একজন ভালো মানুষ বেঁচে থাকতেও মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে কেয়ামত বা প্রলয় পাঠিয়ে এ সুন্দর পৃথিবীকে ধ্বংশ করে দেবেননা ‘ সে ভাবে পৃথিবী বেঁচে আছে এবং থাকবে !
সুতরাং ভেসে যাক সব কিছু অন্যায় – শুভ্র –সুন্দর- নিস্পাপ বিবেকের বন্যায় । আগামী পৃথিবী হবে মানবিক স্বর্গ । নবজাতকের কাছে এই হউক আমাদের মহান অংগীকার ………।
21 Jan 2022
কোভিড ১৯ টেষ্টের মত গনহারে যদি সততার টেষ্ট করা শুরু হয় তাহলে হয়ত দেখা যাবে ন্যুনতম কিছু এ্যানজেল ছাড়া বাকী সবাই ভয়াবহ রুপে সংক্রমিত !
If the test of honesty is started at a massive rate like the Covid 19 test, then may be everyone except a few angels will be infected in a severe way !