*কিহে বন্ধু কতোকাল দেখিনা তোমায় !
আবার হবেতো দেখা !
নিরাপদ দূরে দাঁড়িয়ে
মুখোশের আড়ালে বলিল সখা
কহিলাম আবেগে মেতে
হয়ত হবে যদি কখনও মিশে যায়
অস্তাচল দিগন্তের গহীনে
করোনার করুনা রেখা !
১২ এপ্রিল ২০২০ ।।
You might also like
৬ থেকে ১০ঃ পহেলা ফাগুন ১৪২৯ : 6 to 10 am : first day of spring 2023 ,
February 15, 2023