আজি হতে শতবর্ষ পরে –
100 years after fro to day
আজি হতে শতবর্ষ পরে
কে তুমি দাঁড়িয়ে আছো আনমনে
আমার সৃষ্টির কাব্যলোকে
আজিকার যত ফুল বিহঙ্গের যত গান
ছড়িয়ে দিলাম সবই তোমাদের তরে …
তোমা হতে শতবর্ষ পরে হে কবিগুরু
দাঁড়িয়ে আছি আমি এক ভক্ত বাউল
অবচেতন মনে, আবেগ ভরা প্রানে
তোমার ঐন্দ্রজালিক তুলির আঁচড়ে আর জল রঙে সৃষ্ট
চিত্র কল্পের সুর্যালোকে
তুমি আলীপুর সেন্ট্রাল জেলে বন্দী অবস্থায়
তোমার বসন্ত নাটক উৎসর্গ করা প্রিয় অনুজ
অমর প্রেম আর বিদ্রোহী কবি কাজী নজরুলের গুরুদেব
তুমি আধুনিক কাব্যকলা আর চিত্রকলার মহাদেব
তুমি স্বাধীনতার অমর কবি বংগবন্ধুর আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবসি ………।
photo credit : my beloved and respected photo artist Kashinath Nondi ( kashida)